শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সভাপতি ভাস্কর বিশ্বাস অবশ্য বলেন, ওই নির্বাচন নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবেই লড়াই করছি। তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের কো-অপারিটিভ সোসাইটির নির্বাচন নিয়ে দলে জোয়ার এসেছে। এজন্য অতি উৎসাহিত হয়ে অনেকে মনোনয়ন দাখিল করেছিলেন। আলোচনার মাধ্যমে প্রার্থীর চূড়ান্ত প্যানেল তৈরি করা হয়েছে। শুধু তৃণমূলের সাতজন নন, এদিন আরও দু’জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদিন বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ সোসাইটির সহকারী নির্বাচন আধিকারিক অংনি লামা বলেন, নির্বাচনের মনোনয়পত্র প্রত্যাহার পর্ব সুষ্ঠুমতো মিটেছে।