শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
গণেশ কুণ্ডু, মান্তু ঘোষদের কারিগর ভারতীদেবী কিছুদিন আগেও শিলিগুড়ির একটি নার্সিংহোম ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারঁ সর্বক্ষণের সঙ্গী অনুপ বসু এবং অমিত সরকার বলেন, গত চারদিন ধরে ভারতী ঘোষের অসুস্থতা বেড়ে যায়। কোনও খাবার খেতে পারছেন না। পা ফুলেছে। এই অবস্থায় ভারতী ঘোষের চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে। অকৃতদার এই বিশিষ্ট টেবিল টেনিস কোচ রেলওয়ে কর্মী ছিলেন। অবসর নেওয়ার পর থেকে পেনশনটুকুই তাঁর সম্বল।
ভারতীদেবীর অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে দেশবন্ধুপাড়ায় তাঁর বাড়িতে যান শিলিগুড়ির মেয়র। তিনি ভারতী দেবীর সঙ্গে কথা বলেন। অনুপ বসু এবং অমিত সরকারের কাছ থেকে সব শোনেন। তারপর মেয়র ভারতীদেবীকে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করে দেন। প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দেন। ভারতী ঘোষকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য পুরসভা থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও তিনি করেদেন।