শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
কিভাবে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দেওয়া হল, এরসঙ্গে কারা জড়িত, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী রায় বলেন, খবর পাই পঞ্চায়েতের অধীনে থাকা সরকারি পুকুর রাতারাতি ভরাট করছে দুষ্কৃতীরা। সেইমতো ছুটে আসি এলাকায়। তবে কাউকে পাওয়া যায়নি। পুলিস ও প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিসের কাছে দাবি জানাই, সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর ফটিক বলেন, প্রায় দু’বছর ধরে পুকুরটি লিজ না দেওয়ায় পড়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা দেড় বিঘা পুকুরের প্রায় ১ বিঘা ভরাট করে দিয়েছে। পুকুর সংলগ্ন বাসিন্দাদের কয়েকজন আমাদের খবর দেন। খবর পেয়েই আমরা ছুটে যাই। পুকুরে ভরাট করা মাটি সরিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, এটাই প্রশাসনের কাছে দাবি।
এবিষয়ে তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, সরকারি পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।