কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
একটি ইটবোঝাই ট্রাক্টর পাথরঘাটার দিক থেকে ৫১২ নং জাতীয় সড়ক ধরে বুনিয়াদপুরের দিকে আসছিল। হঠাৎ বুনিয়াদপুর শহরের সরাইহাট এলাকায় ট্রাক্টর ট্রলির রড ভেঙে যায়। জাতীয় সড়কের উপরেই ট্রাক্টর ও ইটবোঝাই ট্রলি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলির উপরে বসে থাকা তিন শ্রমিক জাতীয় সড়কে ছিটকে পড়েন। গুরুতর জখম তিন শ্রমিককে স্থানীয়রা তড়িঘড়ি বংশীহারি রশিদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন মারা যান। জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। বংশীহারি থানার পুলিস ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিস। আইসি অসীম গোপ বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুজন জখম হয়েছেন।