স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
শুধু জেলা নয়, গৌড়বঙ্গের বিভিন্ন এলাকা থেকে ভক্তেরা কালো পাঁঠা কিনতে আসেন। কিন্তু সংখ্যায় কম থাকায় অনেকে সাদা-কালো পাঁঠা কিনেই বাড়ি ফেরেন। অনেকে আবার মালদহের গাজোল, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে বোল্লা মায়ের জন্য মানতের পাঁঠা কেনেন। ছাগল বিক্রেতা আনিসুর রহমান বলেন, জেলার বিভিন্ন গ্রাম থেকে পাঁঠা কিনে হাটে এসেছি। একবারে কুচকুচে কালো পাঁঠা খুব কম পাওয়া যায়। অনেকে সাদা-কালো পাঁঠাও কিনে নিয়ে গিয়েছেন। কালিয়াগঞ্জের ক্রেতা নিমাই সরকার বলেন, কুচকুচে কালো পাঁঠা মানত করেছি মা বোল্লার কাছে। সময়মতো জেলার হাটে কিনতে পারিনি। সামনেই পুজো। তাই সরাইহাটে আসতে হয়েছে ছাগল কিনতে।
পুজোর আগে কালো পাঁঠার দাম শুনে অবাক তিনি। চার-পাঁচ হাজারের কালো পাঁঠা বিক্রি হচ্ছে ১১-১২ হাজারে। পুজোর আগে বেশি দামে কিনতে বাধ্য হন তিনিও। নিমাই সরকার বলেন, মায়ের কাছে মানত রয়েছে। কিনতে হবেই। সারা হাট ঘুরে কালো পাঁঠা কিনে তবেই বাড়ি ফেরেন তিনি। পুজোর দিন রাতে মায়ের মন্দিরে পৌঁছে যাবেন সপরিবার। - নিজস্ব চিত্র।