শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
এদিকে, টিকটকে এলন মাস্ক ও ট্রাম্পকে খুনের হুমকি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে তা শেয়ার করেন জনৈক ইউজার। যার জবাবে টেসলা কর্ণধার বলেন, ‘একদিন না একদিন মৃত্যু আসবেই। কিন্তু জীবন যা সুযোগ দেয় সবাই তা কাজে লাগাতে পারে না।’ ট্রাম্পের উপদেষ্টা মাস্কের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে গিয়েছিল নিউ মেক্সিকো প্রদেশ। যেখানে দাবি করা হয়েছিল, ডোজ-এর কর্মী নন টেসলা কর্ণধার। তিনি এই দপ্তরের প্রশাসকও নন। সেই মামলায় সোমবার আদালতে দাখিল নথিতে হোয়াইট হাউস জানিয়েছে, মাস্ক হোয়াইট হাউসের কর্মী ও প্রেসিডেন্টের অন্যতম প্রধান উপদেষ্টা। তিনি ডোজ-এর কর্মী নন। ফলে হোয়াইট হাউসের বাকি সিনিয়র উপদেষ্টাদের মতো মাস্কেরও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।