শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান আমেরিকার মিনিপলিস থেকে টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছিল। টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময়ই আচমকা বিমানটি উল্টে যায়। এরপরই বিমানটিকে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল।
বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে মোট ৭৬ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। তবে জানা গিয়েছে, এদিন কানাডায় তুষারঝড় হয়। তার কিছুক্ষণ পরই বিমানটি অবতরণ করে। কিন্তু সেই সময় বাইরে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। এই দুর্ঘটনার পর টরন্টো বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে বিমান ওঠা নামা বন্ধ ছিল।
বিমানটির একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান)। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি সম্পূর্ণ উল্টে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলকর্মীরা। রয়েছে উদ্ধারকারীদলও। দমকল প্রধান টড অ্যাটকেন বলেন, “দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব নয়। রানওয়ে শুকনো ছিল।”
টরন্টোর এক পুলিস আধিকারিক সারা প্যাটেন বলেন, “টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের নিরাপদে বিমানটি থেকে বের করে আনা হয়েছে। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।”