শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
এদিন খাইবার পাখতুনওয়া প্রদেশের সোওবিতে নিজের বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর দেহ। আক্রমণকারীরা মোটরবাইকে চেপে এসেছিল বলে জানা গিয়েছে। ২০২৪ সালে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন হাফিজ সইদ। নিজের শ্যালক কাশিফকে সেই সংগঠনের মাথায় বসিয়েছিলেন। আততায়ীর গুলিতে পিএমএমএল প্রধানের মৃত্যু ঘিরে পাকিস্তানে হইচই শুরু হয়েছে। সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে লস্কর। খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। গত কয়েক মাসে লস্করের প্রথমসারির তিনজন জঙ্গির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। যা নিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে জঙ্গি সংগঠনটি। যদিও এখনও পর্যন্ত ইসলামাবাদ এনিয়ে মুখ খোলেনি।