শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
শনিবার রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সেনার সি-১৭ বিমান। তাতে পাঞ্জাবের ৬৫ জন, হরিয়ানার ৩৩ জন, গুজরাতের আটজন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানের ২ জন করে বাসিন্দা এবং হিমাচল ও জম্মু-কাশ্মীরের একজন করে বাসিন্দাকে দেশে ফেরানো হয়েছে। দ্বিতীয় দফাতে দেশে ফিরেছেন দলজিত সিং। পাঞ্জাবের হোশিয়ারপুরের কুরালা কালানের বাসিন্দা। তিনি জানিয়েছেন, গোটা যাত্রাপথে হাতকড়া ও শেকল পড়িয়ে আনা হয়েছে। এই পরিস্থিতির জন্য এক ট্রাভেল এজেন্টকে কাঠগড়ায় তুলেছেন দলজিতের স্ত্রী। তাঁর অভিযোগ, সোজা আমেরিকায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার পরিবর্তে ডাঙ্কি রুট দিয়েই দলজিতে মার্কিন মুলুকে প্রবেশ করানো হয়। এজেন্টের কারণেই ‘অবৈধ অভিবাসী’র তকমা লেগে গেল বলে মনে করছেন দেশে ফেরা আরও এক তরুণ। তার নাম সৌরভ। বয়স ২০। তিনি জানিয়েছে, আমেরিকায় পাঠানো তাঁর পরিবার ৪৫-৪৬ লক্ষ টাকা খরচ করেছিল। পারিবারিক জমি বিক্রি করে ওই টাকা জোগাড় করা হয়েছিল। সৌরভেরও অভিযোগ, তাঁদের হাতকড়া ও শিকল পড়িয়ে আনা হয়েছে। এজেন্টের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছেন গুরুদাসপুর জেলার খানোয়াল ঘুমান গ্রামের বাসিন্দা হরজিত সিং। তাঁকে ও তাঁর ভাইয়ের আমেরিকার স্বপ্ন পূরণ করতে পরিবার ৯০ লক্ষ টাকা খরচ করেছে বলে দাবি দেশে ফেরা ওই যুবকের। দলজিত, সৌরভের মতো তিনিও শিকল পড়েই ফিরেছেন।