শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
প্রেসিডেন্টে পদে বসার পরপরই এই বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বন্ধু এলন মাস্ককে সুনীতাদের ফেরানোর দায়িত্ব দেন। ট্রাম্প বলেন, ‘সুনীতা ও তাঁর সঙ্গীকে মহাকাশ স্টেশন থেকে ফেরানোর ব্যবস্থা করতে বলেছি এলন মাস্ককে। বাইডেন প্রশাসনের গাফিলতির জেরেই তাঁদের সেখানে এতদিন আটকে থাকতে হয়েছে।’ এরইপরই সুনীতাদের ঘরে ফেরার দিনক্ষণ জানানো হল।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে সুনীতা উইলিয়ামস ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মহাকাশে পাড়ি দেয় বোয়িং স্টারলাইনার। কিন্তু পরে ওই মহাকাশ যানে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। লিক করতে থাকে হিলিয়াম। এমনকী থাস্টার চালুর ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। এর জেরে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে সমস্যা দেখা দেয়। বারবার চেষ্টা করেও কোনও সমাধান মেলেনি। এবার ফের আশার আলো দেখছেন অন্তরীক্ষে আটকে থাকা দুই নভশ্চর।