নয়াদিল্লি: বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে বিদ্যুৎ। মঙ্গলবার নয়াদিল্লিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একাধিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দু’দিনের ভারত সফরে এসেছেন কাতারের আমির। সঙ্গে রয়েছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আন্তর্জাতিক মহলের মতে, দু’পক্ষের আলোচনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। জানা গিয়েছে, এদিনের বৈঠকে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত-কাতার। একইসঙ্গে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও বাণিজ্য ক্ষেত্রে একাধিক চুক্তি করেছে দুই রাষ্ট্র। ২০১৫ সালে শেষবার ভারত সফরে এসেছিলেন হামাদ।
এদিনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘এদিন বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা। বর্তমানে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৪০০ কোটি মার্কিন ডলার। আগামী পাঁচ বছরে তা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দু’পক্ষ।’ ছবি: পিটিআই