শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ব্রিটিশ সংস্থার থেকে ১২টি ভিভিআইপি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি ঘিরে তৎকালীন শাসক দলের নেতা ও বেশ কিছু আধিকারিকদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে ব্যবসায়ী রাতুল পুরীর নামও জড়িয়েছিল। এই দুর্নীতি নিয়ে বারেবারেই কংগ্রেস ও গান্ধী পরিবারকে নিশানা করেছে বিজেপি। কপ্টার ক্রয়ের ক্ষেত্রে মিচেল মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে ২০১৮ সালে মিচেলকে দুবাই থেকে ভারতে নিয়ে আসে ইডি। পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআইও। এরপর মামলাটি আদালতে ওঠে। সেইসূত্রেই গতবছর জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মিচেল। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। শেষমেশ দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।