স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
ঘটনার কথা আজ বৃহস্পতিবার প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোরগোল পড়েছে। জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর এই কাণ্ড ঘটেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার জমিতে ট্র্যাক্টর নিয়ে নেমে পড়ায় প্রতিবাদ করেছিলেন ২০ বছরের ওই আদিবাসী মহিলা। আর তার জেরেই তার উপর এই অমানবিক আক্রমণ চালায় অভিযুক্ত।
জানা গিয়েছে, গত শনিবার নিজের জমিতে কাজ করার সময় আক্রান্ত মহিলা দেখেন অভয় বাঘ নামে এক ব্যক্তি তাঁর জমিতে ট্রাক্টর নামিয়ে দিয়েছেন। এরফলে ফসলের ক্ষতি হচ্ছে। স্বাভাবিক ভাবেই তিনি এর প্রতিবাদ করেন। তখনকার মতো ঝগড়ার মাধ্যমেই ঝামেলা মিটে যায়। কিন্তু অভিযোগ, ওই দিনই পুকুর থেকে স্নান করে বাড়ি ফেরার সময় ওই মহিলাকে পাকড়াও করে অভিযুক্ত ট্রাক্টর চালক। মহিলাকে বেধড়ক মারধর করার পাশাপাশি, জাত তুলে কটুক্তি, এমনকী মনুষ্য মলমূত্র খাওয়ানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
কোনওক্রমে নিজেকে রক্ষা করে পুলিসের দ্বারস্থ হন ওই আদিবাসী মহিলা। ঘটনায় পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হলেও, এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে।