শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া থমকে আছে বলেও মুখ্যমন্ত্রী জানান। এই পরিস্থিতির জন্য সরকারের সাফল্যে ‘ঈর্ষান্বিত’ বিরোধীরাই দায়ী বলে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে মামলা করা হয়। হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার নিষ্পত্তি হলেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাটির চূড়ান্ত শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, রাজ্যে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তাঁর সরকার করেছে। আগামী দিনে আরও কর্মসংস্থান হবে।
জাতিগত সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় ২ কোটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। পরিবারের একজনের জাতিগত সার্টিফিকেট থাকলে যাতে অন্যরা তার সুবিধা সহজে পেতে পারেন ব্যবস্থা করা হয়েছে তারও। মুখ্যমন্ত্রী জানান, তাঁর আমলে ১ কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীর সাশ্রয় করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁরা ক্ষমতায় আসার আগে এই রেশন কার্ডগুলির জন্য বরাদ্দ টাকা ঢুকত ‘পার্টি অফিসে’!