শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
আদালত জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ, সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন তার বাড়িতে। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে যেতে পারবেন না তিনি। চিকিৎসা সংক্রান্ত ছাড়া অন্য কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গেও দেখা করতে পারবেন না সুজয়কৃষ্ণ। তার দু’টি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।