নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ প্রায় একইরকম থাকবে। জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাময়িকভাবে বাড়লেও তা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। একটি পশ্চিমী ঝঞ্ঝার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন উত্তর ভারতের কিছু এলাকায়। এই কারণেই উত্তুরে হাওয়া কমজোরি হওয়ার ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী সপ্তাহেই ফের কনকনে শীত ফিরে আসবে। এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও সংলগ্ন কিছু এলাকায় আগামী মঙ্গলবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।
শুক্রবার দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ ডিগ্রি। দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল ঝাড়গ্রাম (৮.৫ ডিগ্রি)। বর্ধমান, আসানসোল, পানাগড় ও শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এদিনও ছিল ১৩.২ ডিগ্রি। দমদমে ১২.৮ এবং বারাকপুরে ১২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।