স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের বড় অংশে যে শীতের ছোঁয়া লেগেছে সেটি আপাতত বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোর ও রাতের দিকে হাল্কা ঠাণ্ডা থাকবে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। তবে উপকূল থেকে দূরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম।
উল্লেখ্য, আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। যদিও এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ, নিম্নচাপটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার উপকূলের দিকে যাবে। তবে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গের কিছু অংশে। তাতে জলীয় বাষ্পের মাত্রা বাড়তে পারে বলেই অনুমান। অন্যদিকে, উপকূল এলাকায় আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে উপকূল ও তার কাছকাছি এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তবে এটা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম বলেই অভিমত আবহাওয়াবিদদের। আগামী ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি তৈরি হবে বলেও জানিয়েছে মৌসম ভবন।