নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বেসরকারি বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। সেই সময় ওই গাড়িতে সৌরভের কন্যা সানা ছিলেন। যদিও তাঁর কোনও আঘাত লাগেনি বলেই খবর। শুক্রবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেহালা চৌরাস্তার মোড়ে। জানা গিয়েছে, বেসরকারি বাসটি আচমকাই খুব কাছাকাছি চলে আসে। সেটির ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে সৌরভের গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে
ছুটে আসে বেহালা থানার পুলিস। বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হন। এরপরই বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।