কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একদিনের এই সম্মেলনে প্রায় ৫০০ উদ্যোগপতি উপস্থিত হয়েছিলেন। তাঁরা সব মিলিয়ে প্রায় ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন। পাশাপাশি, সামান্য কিছু আইনি খুঁটিনাটি মিটে গেলে বিনিয়োগের পরিমাণ সাড়ে চার হাজার কোটি ছাড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। তাতে জেলাজুড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা জেলার সার্বিক অর্থনীতির নিরিখে একটি বেনজির পদক্ষেপ। জেলা প্রশাসন এদিন দাবি করেছে, ইতিমধ্যেই জেলায় প্রায় ৮০ হাজার ক্ষুদ্রশিল্প প্রকল্প গড়ে উঠেছে। তাতে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ পেয়েছেন। এদিন শিল্প সম্মেলন থেকে ক্ষুদ্র শিল্পপতিদের সমস্যার সমাধানের জন্য একগুচ্ছ হেল্প ডেস্ক তৈরি করা হয়েছিল। জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, তাতে প্রায় ৩০০টি প্রকল্পের জট কেটেছে।