কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
ঘটনার সূত্রপাত গত বছর অক্টোবর মাসের গোড়ার দিকে। হরিদেবপুরের বাসিন্দা তরুণকুমার সরকার হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ারে বিনিয়োগের প্রস্তাব পান। প্রতারকরা কোটি কোটি টাকা লাভের টোপ দেয়। এরপর এক কোটি ৭৮ লক্ষ টাকা বিনিয়োগ করেন তরুণবাবু। কিন্তু প্রতিশ্রুতি মতো কোটি কোটি টাকা লাভ তো দূর, বিনিয়োগের আসল টাকাটিও ফেরত পাননি। তারপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিসে। যার ভিত্তিতে গত বছরের ১৬ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় সাইবার দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে লালবাজার। পুলিসের এক সূত্র জানাচ্ছেন, তরুণবাবুর বিনিয়োগ করা পৌনে দু’কোটি টাকা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার দুষ্কৃতীদের দলটি কোথায় সরিয়েছে তা সন্ধান করতে গিয়ে নদিয়ার কয়েকজনের হদিস মেলে। এরপর সাইবার থানার গোয়েন্দাদের একটি দল নদীয়ার কোতয়ালি ও কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পরপর অভিযান চালায়। তিনজনকে গ্রেপ্তারও করে।
ধৃতদের কাছ থেকে ল্যাপটপ, দু’টি মোবাইল, সিম কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড, একাধিক ব্যাঙ্কের পাশ বই, চেক বই বাজেয়াপ্ত করা হয়েছে। তিনজনকে শুক্রবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল। আদালত ১০ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।