কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
বৃহস্পতিবার রাতে স্বরূপনগরের বালতি এলাকার পঞ্চায়েত সদস্য জেসমিনা মণ্ডল, মিজানুর রহমান মোল্লা ও সংখ্যালঘু সেলের সভাপতি কবির হোসেন মণ্ডল বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ির সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বাইরে আসতে বলা হয়। এরপর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। এমনকী দরজা ভেঙে ভিতরেও ঢোকে দুষ্কৃতীরা। এরপর আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালায় তারা। শুধু তাই নয়, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। পাশাপাশি তাঁদের শরীরে থাকা সোনার গয়নাও নিয়ে গিয়েছে তারা। এনিয়ে স্বরূপনগর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।