Bartaman Patrika
কলকাতা
 

বর্ষার প্রথম ইনিংসে চক্ষু চড়কগাছ পুরসভার
ভূগর্ভস্থ নিকাশি থেকে বেরল চেয়ার, টুল, ডাইনিং টেবিলের অংশ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষার সময় প্রতিবছর প্রশাসনের পক্ষ থেকে একটা বিষয় দাবি করা হয়, নিকাশি নালার জমা জঞ্জালের কারণে বৃষ্টির জল দ্রুত নামছে না। গত কয়েক বছরে কলকাতা সহ শহরতলির বিভিন্ন জায়গাতেই এই সমস্যা ক্রমশ বড় আকার ধারণ করেছে। একদিকে, নিকাশি খালগুলির বেহাল অবস্থা। অন্যদিকে, ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থায় পলি জমে জমে তার বহন ক্ষমতা কমে গিয়েছে। এই অবস্থায় এবছর বর্ষার অনেক আগে থেকেই এরকম খাল এবং ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাকে পরিষ্কার করার জন্য উদ্যোগী হয়েছিল বিধাননগর পুরসভা। কিন্তু, সেই সমস্ত নিকাশি ব্যবস্থা সংস্কার করতে গিয়ে মাটির তলা থেকে যা পাওয়া গেল, তাতে চক্ষু চড়কগাছ পুরকর্তাদের।
সুকান্তনগরের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা থেকে সম্প্রতি বিধাননগর পুরসভার কর্মীরা চেয়ার, টেবিল, টুল এমনকী একটি আস্ত ডাইনিং টেবিলের অংশ বিশেষও উদ্ধার করেছে। কিন্তু, সেগুলি কীভাবে সেখানে ঢুকল? সেই উত্তর পুরসভার কারও কাছেই নেই। এক পুরকর্মীর কথায়, চেয়ার এবং টুলগুলি প্রায় গোটাই ছিল। ডাইনিং টেবিলটা অবশ্য ভাঙাচোরা। তিনি আরও বলেন, কয়েক বছর আগে চিনার পার্কের কাছে এরকমই একটি বড় ভূগর্ভস্থ নিকাশি নালা থেকে একটি সোফা সেটও উদ্ধার করা হয়েছিল। এত বড় বড় সামগ্রী বাসিন্দারা কীভাবে নিকাশি নালায় ঢুকিয়ে দিচ্ছে, তা ভেবে বেশ হতবাকই পুরকর্তারা। বিধাননগর পুরসভার নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস জানা বলেন, বিভিন্ন জায়গায় নিকাশি খালের পাড়ে এরকম বহু সামগ্রী ফেলে যান বাসিন্দারা। সেগুলি পুরসভা মাঝেম঩ধ্যেই পরিষ্কার করে দেয়। কিন্তু, ভূগর্ভস্থ নিকাশি নালাতেও এবার এরকম সামগ্রী পাওয়া যাচ্ছে।
কে বা কারা এগুলি সেখানে ফেলে দিয়েছে, সেই উত্তর কারও কাছেই নেই। তাই আপাতত সেগুলি পরিষ্কার করা ছাড়া পুরসভার কাছে কোনও উপায়ও নেই। তবে শুধুমাত্র এই চেয়ার, টেবিল নয় আরও একটি বিষয় উদ্বেগে ফেলে দিয়েছে পুরকর্তাদের। সম্প্রতি সুকান্তনগরের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা থেকে প্রায় তিন লরি শুধুমাত্র প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুরসভা। এছাড়াও আরও অন্তত সাত-দশ লরি শুধু পলি মাটি উদ্ধার করা হয়েছে ওই নিকাশি ব্যবস্থা থেকে।
পুরসভার সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক বলেন, গত কয়েক বছর ধরেই সল্টলেক বাইপাস (বর্তমানে নাম বিশ্ব বাংলা সরণী)-এর পাশে সুকান্তনগরের সার্ভিস রোড প্রতি বর্ষায় হাঁটু জল জমে যায়। এর জেরে এখানকার বাসিন্দাদের খুব সমস্যা হচ্ছিল। এবছর তাই এখানকার ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাকে বর্ষার আগেই সম্পূর্ণ পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো এবছরের একেবারে প্রথম থেকেই দফায় দফায় এখানকার পলি তোলার কাজ শুরু করা হয়। তিনি আরও বলেন, এখানকার সার্ভিস রোডের নীচে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা হিসেবে ১০টি বড় বড় ট্যাঙ্ক রয়েছে। সুকান্তনগর, নাওভাঙা সহ সংলগ্ন এলাকার সমস্ত নিকাশি নালা এই সমস্ত ট্যাঙ্কগুলিতে এসে মিশেছে। সেখান থেকে নিকাশি জল ইস্টার্ন ড্রেনেজ ক্যানালে গিয়ে মেশে। কিন্তু, গত প্রায় ১০ বছরে এখানকার ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায়, প্রচুর পলি জমে গিয়েছিল। তাই এই এলাকা প্রতি বর্ষায় জলের তলায় চলে যাচ্ছিল। এই অবস্থা থেকে রেহাই দিতেই এবছর সম্পূর্ণ নিকাশি ব্যবস্থাকে সংস্কার করা হয়েছে। তাতেই এই চিত্র ধরা পড়ে। দেবাশিসবাবু আরও জানিয়েছেন, সুকান্তনগর ছাড়াও এবছর গত কয়েকমাস ধরে সল্টলেক সহ গোটা বিধাননগরের বিভিন্ন জায়গায় নিকাশি নালা থেকে পলি তোলা হয়েছে। তাতে প্রায় প্রতিদিনই দু-তিন লরি করে পলি তোলা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে প্লাস্টিক বোতলও উদ্ধার হয়েছে।  
শহরতলিতে বাণিজ্যে অনীহা বেশি
বি কমে মোট আসন সবচেয়ে কম,
তারপরেও খালি রইল প্রায় অর্ধেক 

সৌম্যজিৎ সাহা, কলকাতা: অন্যান্য বিভাগের তুলনায় মোট আসন সংখ্যা কম। তারপরও তা ভরছে না বি কমে। রাজ্যে এবার এই বিভাগে গড়ে অন্তত ৪৬ শতাংশ আসন খালি থেকে গিয়েছে। ২০১৯ সালে ভর্তি নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের কাছে জমা পড়া তথ্য সেই কথাই বলছে।   বিশদ

মেট্রোয় দরজা আটকে ওঠার অভিযোগে
১ মাসে জরিমানা আদায় ১০ হাজার টাকা 

প্রসেনজিৎ কোলে, কলকাতা: জোর করে দরজা আটকে পাতাল পথের ট্রেনে ওঠার অভিযোগে এক মাসেই জরিমানা বাবদ আদায় হয়েছে ১০ হাজার টাকা। স্টেশনে চলছে প্রচারও। তবুও শেষ মুহূর্তে ট্রেনে ওঠার রেওয়াজে বাঁধ দেওয়া যাচ্ছে না।  বিশদ

এখনও ফেরার আকাশ ও গুল্লু
টালিগঞ্জ থানায় পুলিস পেটানোয় মূল
অভিযুক্ত পুতুল সহ গ্রেপ্তার চারজন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজার সক্রিয় হতেই টালিগঞ্জে পুলিস পেটানোয় অন্যতম মূল অভিযুক্ত পুতুল নস্কর মঙ্গলবার বিকেলে ধরা পড়ল পুলিসের হাতে। সে শাসকদলের এক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।   বিশদ

টালিগঞ্জ থানায় পুলিস-জনতা সংঘর্ষ নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জ থানায় পুলিস-জনতা সংঘর্ষ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মঙ্গলবার, বিরোধীরা একে প্রশাসনিক নৈরাজ্য বলে দাবি করলেও শাসকদলের পক্ষে দোষীদের তদন্ত সাপেক্ষে শান্তির দাবি জানানো হয়েছে।   বিশদ

টালিগঞ্জ থানায় হামলার ঘটনায় জেরা
সাংবাদিকদের ডাকাই কাল হল, পুলিসের সামনে আক্ষেপ ধৃতদের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংবাদিকদের টালিগঞ্জ থানায় ডেকে নিয়ে যাওয়াটাই আমাদের মস্ত ভুল হয়েছে! টালিগঞ্জ কাণ্ডে ধৃত দীপক অধিকারী ও ছোটকা দলুইকে পুলিস হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় বারে বারে এই ভাষাতেই আক্ষেপ করতে দেখা গিয়েছে।  বিশদ

বাগনানে ছাদনাতলা থেকে নাবালিকা পাত্রী ও বরকে নিয়ে সটান থানায় পুলিস 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার রাত ১০টা। বাগনানের দেউলটিতে একদিকে যখন ছাদনাতলায় পাত্রপাত্রীর বিয়ে হচ্ছে, অন্যদিকে তখন চলছে আমন্ত্রিত অতিথিদের খাওয়াদাওয়া। ঠিক তখনই আচমকা বিয়ের আসরে হাজির পুলিস।  বিশদ

উড়ালপুল বন্ধে সমস্যায় যাত্রীরা
বাম আমলে তৈরি উড়ালপুলের স্বাস্থ্য খারাপ,
দাবি ফিরহাদের, পাল্টা কটাক্ষ প্রাক্তন পুরমন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। যেকারণে সাতদিন ধরে শহরের উত্তর থেকে দক্ষিণের তিন গুরুত্বপূর্ণ উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই মানুষ চূড়ান্ত সমস্যায় পড়বেন।   বিশদ

হালিশহরে তৃণমূল কাউন্সিলারের বাড়ি
লক্ষ্য করে বোমাবাজি, এলাকায় চাঞ্চল্য 

বিএনএ, বারাকপুর: সোমবার রাতে হালিশহরে তৃণমূল কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বোমাবাজির খবর পেয়ে রাতেই নৈহাটি থানার পুলিস ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে।   বিশদ

কোন্নগরের শিল্পী খুনে মুম্বই পুলিস ধন্দে 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বকেয়া টাকা চাওয়ার জেরে মুম্বইয়ে খুন হওয়া কোন্নগরের চিত্রশিল্পীর খুনের নতুন কোনও তথ্য পুলিস হাতে পায়নি। তার ফলে তদন্ত খুব বেশি এগয়নি। পুলিস জানিয়েছে, কয়েকটি সিসি টিভি ফুটেজ আমরা পেয়েছি।  বিশদ

বাইপাসে দুর্ঘটনায় জখম কিশোরীর ‘মস্তিষ্কের মৃত্যু’, মেয়ের অঙ্গদানের সিদ্ধান্ত বাবার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ই এম বাইপাসে দুর্ঘটনায় জখম মনীষা রায়ের ‘মস্তিষ্কের মৃত্যু’ হল মঙ্গলবার বিকেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত আড়াই দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ওই তরুণী।  বিশদ

সাংগঠনিক এলাকা কমছে সভাপতিদের
উত্তর ২৪ পরগনায় এক ব্যক্তি এক পদ নীতির পথে তৃণমূল 

বিএনএ, বারাসত: লোকসভা নির্বাচনে বিপর্যয়ের জেরে উত্তর ২৪ পরগনা জেলায় শহর ও ব্লক সভাপতিদের এলাকা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব। শহরের মতো বিভিন্ন ব্লকেও একাধিক অর্থাৎ দু’জন থেকে তিনজনকে ব্লক সভাপতি করা হবে।  বিশদ

একটি ভবনেই তিনটি কলেজ,
পরীক্ষার সময় বন্ধ থাকছে ক্লাস 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি বিল্ডিংয়েই চলছে তিনটি কলেজ। ফলে পরীক্ষার সময় থমকে যাচ্ছে ক্লাস। একটি সেমেস্টারে যতদিন ক্লাস হওয়ার কথা, তা নেওয়া সম্ভব হচ্ছে না। এই সমস্যার সমাধান না হলে, আগামীদিনে সুষ্ঠুভাবে পঠনপাঠন চালানো মুশকিল হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের।   বিশদ

কুকথার জেরে বদলি
নদীয়ার জেলাশাসক 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডব্লুবিসিএস অফিসার রিজওয়ান ওয়াহাবকে ‘নাঙ্গা করে মারা’র হুমকি দেওয়ার কারণে সরিয়ে দেওয়া হল নদীয়ার জেলাশাসক পবন কাডিয়ানকে। তাঁর এই হুমকিতে খুবই অসন্তুষ্ট ছিল ডব্লুবিসিএস অ্যাসোসিয়েশন।  বিশদ

ফের থানায় ঢুকে তাণ্ডব
মদ্যপকে ছাড়াতে
পুলিসকেই ব্যাপক মার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরের স্মৃতি উস্কে দিল টালিগঞ্জ। উত্তেজিত জনতার সামনে কার্যত আত্মসমর্পণ করল পুলিস। থানায় ঢুকে কতর্ব্যরত পুলিসকর্মীদের মারধর থেকে শুরু করে ইট, পাটকেল ছোঁড়া- কোনও কিছুই বাদ গেল না। রবিবার রাত সাড়ে নটা থেকে গভীর রাত পর্যন্ত টালিগঞ্জ থানায় রীতিমতো তাণ্ডব চালায় জনতা।
বিশদ

13th  August, 2019

Pages: 12345

একনজরে
 মুম্বই, ১৩ আগস্ট: স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে রেহাই পেলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তার ফলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হতে তাঁর সামনে আর কোনও বাধা রইল না। প্রশাসক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ ...

নয়াদিল্লি, ১৩ আগস্ট (পিটিআই): উন্নাওয়ের নির্যাতিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ২০টি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সেই মামলাগুলির স্ট্যাটাস রিপোর্ট তলব করার ব্যাপারে অসম্মতি জানাল সুপ্রিম কোর্ট।  ...

বেজিং, ১২ আগস্ট (পিটিআই): ঘূর্ণিঝড় লেকিমার তাণ্ডবে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ জন। এখনও নিখোঁজ রয়েছেন ২১ জন। প্রশাসন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। ...

সংবাদদাতা রায়গঞ্জ: নানা অনিয়মের অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সমস্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। অভিযোগ, জেলা ও ব্লক স্তরের ভূমি সংস্কার দপ্তরগুলিতে নানা বেআইনি কাজ হচ্ছে। অনৈতিক ভাবে টাকা নিয়ে গরিব মানুষদের নামে থাকা জমি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস
১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ডন ব্র্যাডম্যান
১৯৫৬- জার্মা নাট্যকার বের্টোল্ট ব্রেখটের মৃত্যু
২০১১- অভিনেতা শাম্মি কাপুরের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.২৭ টাকা ৭১.৯৭ টাকা
পাউন্ড ৮৪.২৫ টাকা ৮৭.৩৭ টাকা
ইউরো ৭৮.০৭ টাকা ৮১.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৪৩০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৪৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,০০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৬/১৩ দিবা ৩/৪৬। উত্তরাষাঢ়া ০/৫ প্রাতঃ ৫/১৯। সূ উ ৫/১৬/৩৫, অ ৬/৬/১৬, অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে পুনঃ ৯/৩৩ গতে ১১/১৫ মধ্যে পুনঃ ৩/৩২ গতে ৫/১৫ মধ্যে। রাত্রি ৬/৫২ গতে ৯/৬ মধ্যে পুনঃ ১/৩৩ গতে উদয়াবধি, বারবেলা ৮/২৯ গতে ১০/৫ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ১/১৮ মধ্যে, কালরাত্রি ২/২৯ গতে ৩/৫২ মধ্যে। 
২৮ শ্রাবণ ১৪২৬, ১৪ আগস্ট ২০১৯, বুধবার, চতুর্দশী ২৪/৩১/৩ দিবা ৩/৪/৩। উত্তরাষাঢ়ানক্ষত্র ২/১০/১৭ দিবা ৬/৭/৪৫, সূ উ ৫/১৫/৩৮, অ ৬/৮/৪২, অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১৪ মধ্যে ও ৩/২৮ গতে ৫/১০ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/১ মধ্যে ও ১/৩২ গতে ৫/১৬ মধ্যে, বারবেলা ১১/৪২/১০ গতে ১/১৮/৪৮ মধ্যে, কালবেলা ৮/২৮/৫৪ গতে ১০/৫/৩২ মধ্যে, কালরাত্রি ২/২৮/৫৪ গতে ৩/৫২/১৬ মধ্যে। 
১২ জেলহজ্জ 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল হবে। বৃষ: কর্মপ্রার্থীদের কর্মলাভ হবে। মিথুন: ফাটকাতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৭- পাকিস্তানের স্বাধীনতা দিবস১৯৪৮- শেষ ইনিংসে শূন্য রানে আউট হলনে ...বিশদ

07:03:20 PM

তৃতীয় একদিনের ম্যাচ: বৃষ্টিতে ফের বন্ধ খেলা, ওয়েস্ট ইন্ডিজ ১৫৮/২(২২ওভার)  

09:25:56 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৩১/২(১৫ওভার)  

08:44:01 PM

তৃতীয় একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১১৪/০(১০ ওভার)  

08:19:26 PM

 আগামীকাল কম ট্রেন মেট্রোয়
আগামীকাল ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় ...বিশদ

08:12:59 PM