বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সবাই যেন নির্ভয়ে যাতায়াত করতে পারে, মণিপুর নিয়ে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, ইম্ফল: শুক্রবার দিল্লি, শনিবার মণিপুর। পরপর দু’দিন দুই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিগত ১৪ বছরে দেখা যায়নি রাজধানী শহরের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে বড়সড় বৈঠক হচ্ছে। ক্ষমতায় আসার পর এতদিন বাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। নির্দেশ দিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এরপরই শনিবার আম আদমি পার্টি অভিযোগ করেছে, তাহলে কি অমিত শাহ মেনে নিলেন, দিল্লির আইনশৃঙ্খলার অবস্থা ভালো নয়? আপের অভিযোগ, ক্ষমতায় থাকলে পুলিশ কাজ করবে। আর বিরোধী আসনে বসলে সেই রাজ্যের জন্য বিজেপি কিছু করবে না? শনিবার আবার মণিপুর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন যে, এবার থেকে মণিপুরের একটি স্থান থেকে অন্য স্থানে যে কোনও নাগরিক যেন যাতায়াত করতে পারে। কোনওরকম বাধা যে সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। এরপরই আপের সুরে কংগ্রেস বলেছে, এতদিন ধরে ওখানে বিজেপির সরকার ছিল। ২০২৩ সাল থেকে বলা হচ্ছে যে, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বিজেপি সরকার হিংসা থামাতে ব্যর্থ। কিন্তু কেন্দ্রীয় সরকার তোয়াক্কা করেনি। অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করার পর এখন হঠাৎ অমিত শাহের মনে হয়েছে যে, মণিপুরের নাগরিকরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছেন না? পরিস্থিতি তাহলে এতটাই ভয়ঙ্কর? এখন যেহেতু রাষ্ট্রপতি শাসন, তাই পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে। আর ব্যর্থতাও সরাসরি কেন্দ্রের হবে। সেই কারণেই অমিত শাহ নর্থ ব্লকে উচ্চ পর্যায়ের বৈঠকে বললেন, আগে আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।
এদিকে, রাষ্ট্রপতি শাসনের মধ্যেই শুক্রবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর ইম্ফল পূর্ব জেলা। পবিত্র স্থান ‘কংবা মারু’-তে জড়ো হয়েছিল মেইতেই জনগোষ্ঠীর মানুষজন। সেই সময় মন্দির সংলগ্ন পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয়। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবারও এলাকায় সতর্কতা অবলম্বন করা হয়েছে। 
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা