বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মোদির সফরে স্রেফ মস্কো ও আবু ধাবি দূতাবাসের খরচ ২০ কোটি!

নয়াদিল্লি: ২০২৪ সালে ১৬টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শুধু মস্কো ও আবু ধাবি ছাড়া আর কোনও জায়গার ভারতীয় দূতাবাস সফরের খরচ প্রকাশ করেনি। স্বচ্ছতারক্ষা কর্মী তথা অবসরপ্রাপ্ত সেনাকর্তা লোকেশ বাত্রা তথ্যের অধিকার আইনে (আরটিআই) প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর সংক্রান্ত খরচের খতিয়ান চেয়েছিলেন। সেখান থেকে জানা যাচ্ছে, ২০২৪ সালে প্রধানমন্ত্রীর দু’বার রাশিয়া সফরে ১৫ কোটি টাকার বেশি খরচ হয়েছে। পাশাপাশি আবু ধাবি দূতাবাস ৫ কোটি টাকার খরচ দেখিয়েছে। অর্থাৎ শুধু এই দুই জায়গায় সফরে ২০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। এর মধ্যে জুলাই মাসের মস্কো সফরে কমিউনিটি রিসেপশন খাতে খরচ হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ টাকা। বিষয়টি সামনে আসার পর বিরোধীদের অভিযোগ, কমিউনিটি রিসেপশনের অছিলায় রাশিয়ার মাটিতে বাস্তবে ‘মোদি-বন্দনা’র অনুষ্ঠান করতে গিয়ে কোষাগার থেকে এই বিপুল ব্যয় হয়েছে। শুধু তাই নয়, মস্কো ও আবু ধাবি ছাড়া আর কোনও দূতবাস থেকে কেন মোদির সফরের খরচ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হল না, সেই প্রশ্নও উঠছে। 
২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদি ভুটান, কুয়েত, ইউক্রেন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি ও আমেরিকা সহ মোট ১৬টি দেশে সফর করেছেন। তার মধ্যে শুধু মস্কো ও আবু ধাবি দূতাবাস আরটিআই আবেদনের ভিত্তিতে খরচের বিস্তারিত তথ্য জানিয়েছে বলে দাবি অবসরপ্রাপ্ত সেনাকর্তা লোকেশ বাত্রার। তাঁর অভিযোগ, বাকি দূতাবাসগুলি খরচের হিসেব না দিয়ে বল বিদেশ মন্ত্রকের কোর্টে ঠেলে দিয়েছে। বাত্রার কথায়, ২০১৫ সালেও একই ধরনের আরটিআই আবেদনে যেসব দূতাবাস বিস্তারিত তথ্য জানিয়েছিল, অবাক করার মতো ঘটনা তারা এখন খরচ জানাতে অস্বীকার করছে। যদিও এইসব দূতাবাসগুলির নিজে থেকেই সক্রিয় হয়ে খরচের হিসেব জনসমক্ষে আনা উচিত ছিল।
অন্য শহরগুলির দূতাবাস এড়িয়ে গেলেও মস্কো ও আবু ধাবির ভারতীয় দূতাবাস খরচের বিস্তারিত খতিয়ান পেশ করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদি ২০২৪ সালের দু’বার রাশিয়া সফরের মধ্যে প্রথমটি ছিল ৮ থেকে ১০ জুলাই। সেই সময় একইসঙ্গে তিনি অস্ট্রিয়াও সফর করেন। সেই সফরে খরচ হয় ৫.১২ কোটি টাকা। ব্রিকস সম্মেলন উপলক্ষ্যে তিনি ফের রাশিয়া সফর করেন ২২-২৩ অক্টোবর। খরচ হয় মোট ১০.২৪ কোটি। অন্যদিকে ২০২৪ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি সংযুক্ত 
আরব আমিরশাহি ও কাতার সফরে খরচ হয় মোট ৪.৯৫ কোটি টাকা। 
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা