বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বদ্রীনাথের কাছে তুষার ধসে মৃত ৪, নিখোঁজ ৫ কর্মীকে নিয়ে বাড়ছে উদ্বেগ

নয়াদিল্লি: উত্তরাখণ্ডে চামোলি জেলায় বদ্রীনাথের কাছে তুষার ধসে আটকে পড়া ৫০ জন বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর কর্মীকে উদ্ধার করেছে সেনা। শনিবার তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। পাঁচ কর্মীর হদিশ মিলছে না। তাঁদের খোঁজ পেতে হন্যে হয়ে তল্লাশি চালানো হচ্ছে। সেনা সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে মানা ও বদ্রীনাথের মধ্যে বিআরও ক্যাম্পে তুষার ধস আছড়ে পড়ে। এর ফলে আটটি কন্টেইনার ও ছাউনির নীচে থাকা ৫৫ জন কর্মী আটকে পড়েছিলেন। শুক্রবারই তাঁদের মধ্যে ৩৩ জনকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আকাশ কিছুটা পরিষ্কার হতেই জোর কদমে তল্লাশি শুরু করে সেনা ও আইটিবিপির উদ্ধারকারী দল। সেনার এক মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ কর্মীদের উদ্ধারে ভারতীয় সেনা ও বায়ুসেনা ছ’টি হেলিকপ্টার মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আপাতত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। কিন্তু, দুর্ভাগ্যবশত চারজন প্রাণ হারিয়েছেন। বাকি পাঁচজনের খোঁজে চল্লাশি চলছে।’ গুরুতর জখম দুই শ্রমিককে হৃষীকেশ এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিন আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পরে জখম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর কথা হয়েছে। 
ভারত-তিব্বত সীমান্ত লাগোয়া শেষ গ্রাম হল মানা। বদ্রীনাথ থেকে এর দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। উদ্ধার কাজে তদারকি করতে এদিন ঘটনাস্থলে আসেন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ সেন্ট্রাল কমান্ড  লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত ও জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডি জি মিশ্র। লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত জানিয়েছেন, বিভিন্ন  রাস্তা বরফে ঢেকে রয়েছে। ফলে সড়ক পথে যাতায়াত সম্ভব হচ্ছে না। বদ্রীনাথ-যোশীমঠ হাইওয়ের ১৫-২০টি জায়গা আটকে রয়েছে। তিনি আরও জানান, বিআরও ক্যাম্পে আটটি কন্টেইনার ছিল। তারমধ্যে পাঁচটির হদিশ মিলেছে। সেগুলি থেকেই সিংহভাগ কর্মীকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনটি কন্টেইনারের কোনও খোঁজ নেই। 
এদিকে, ফের বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাতে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। এদিনও নিখোঁজ কর্মীদের খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিজনরা।
22h 22m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা