বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

শরিক বিজেপির উপর চাপ বাড়িয়ে দাবি নীতীশ-পুত্রের

পাটনা: আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা ভোট। তার আগে রাজ্যের শাসক শিবিরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন! নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি-জেডিইউ জোট ভোটে ঝাঁপাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এরইমধ্যে নীতীশ-পুত্র নিশান্তের দাবি, তাঁর বাবাকেই এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে। এব্যাপারে তিনি নিশ্চিত। বুধবার তিনি বলেছেন,  ‘আলোচনার মাধ্যমেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অক্টোবর-নভেম্বরে রাজ্যে ভোট হতে পারে। তাই এখনও দেরি রয়েছে। সময় এলেই জেডিইউ-এর পক্ষ থেকে বাবাকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। এরপর এনডিএ-ও তা জানিয়ে দেবে।’ রাজনৈতিক মহল মনে করছে, নিশান্ত এই দাবির মাধ্যমে জোট শরিক বিজেপির উপরই চাপ বাড়ালেন। 
এবারের ভোটে নীতীশের ‘ভগ্নস্বাস্থ্য’কে প্রচারের হাতিয়ার করতে চলেছে বিরোধীর শিবির। অন্যদিকে, জোট শরিক বিজেপি নীতীশের মুখ্যমন্ত্রী প্রার্থীপদ নিয়ে অবস্থান খোলসা করেনি। এই পরিস্থিতিতেই নীতীশের হয়ে ব্যাট ধরলেন তাঁর ছেলে। বিরোধীদের দাবি উড়িয়ে তিনি বলেন, তাঁর বাবা ১০০ শতাংশ সুস্থ। তাঁর কথায়, ‘বিষয়টি জনগণকেই বুঝে নিতে দিন। বাবা সম্পূর্ণ সুস্থ। আরও পাঁচবছর হেসেখেলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন।’ নীতীশের সুস্থ শরীরের প্রমাণ দিতে প্রগতি পদযাত্রার কথা উল্লেখ করেছেন নিশান্ত। এই পদযাত্রায় অংশ নিয়ে রাজ্যের ৩৮ জেলাতেই নীতীশ সভা করেন। 
দীর্ঘ ১৯ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন নীতীশ। তবে এখনও রাজনীতিতে হাতেখড়ি হয়নি নিশান্তের। তবে নীতীশের উত্তরসূরি হিসেবে নিশান্তকে রাজনীতিতে চেয়ে পোস্টার পড়েছে পাটনায়। এরপরেও রাজনৈতিক ময়দানে অভিষেক নিয়ে মুখ খোলেননি নিশান্ত। সম্প্রতি লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব তাঁকে আরজেডিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সে প্রসঙ্গে নিশান্ত বলেন, ‘তেজই বলতে পারবে, কেন সে এমনটা বলল।’ 
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা