বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আমেরিকায় পথ দুর্ঘটনার কবলে ভারতীয় তরুণী, রয়েছেন কোমায়

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: আমেরিকায় পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত এক ভারতীয় তরুণী। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু আহত ওই তরুণীর সঙ্গে দেখা করতে যেতে পারছেন না তাঁর বাবা-মা এবং পরিবারের লোকজন। এই আবহে ভিসার জন্য কেন্দ্রের কাছে মরিয়া আবেদন করেছেন তাঁরা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি মেলেনি।
জানা গিয়েছে, আহত তরুণীর নাম নীলম সিন্ধে (৩৫)। তিনি মহারাষ্ট্রের সাতারা বাসিন্দা। কিন্তু পড়াশোনার জন্য তিনি আমেরিকায় বসবাস করেন। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় তিনি পথ দুর্ঘটনার কবলে পড়েন। একটি চারচাকা গাড়ি তাঁকে পিষে দেয়। বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার পরই নীলম কোমায় চলে যান। তাঁর মাথার এবং বুকের একাধিক হাড় ভেঙে গিয়েছে। নীলমের ব্রেনে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালের তরফ থেকে তাঁর পরিবারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
নীলমের বাবা তানাজি সিন্ধে বলেন, “গত ১৬ ফেব্রুয়ারি আমরা দুর্ঘটনার খবর জানতে পারি। তারপর থেকে ভিসার জন্য চেষ্টা করছি। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও ব্যবস্থা হয়নি।” এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সাহায্যের আবেদন করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক।”
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৪৩ টাকা৮৮.১৭ টাকা
পাউন্ড১০৮.৬৮ টাকা১১২.৪৬ টাকা
ইউরো৮৯.৭৪ টাকা৯৩.১৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা