বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

৯০ দিন আগেই মাধ্যমিকের ফল প্রকাশ: পর্ষদ সভাপতি

সংবাদদাতা বোলপুর: মাধ্যমিকে অ্যাডমিট পাওয়া নিয়ে অনেকেই কুৎসা রটানোর চেষ্টা করছেন। তবে সচেতন অভিভাবকরা তা রুখে দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মঙ্গলবার বীরভূম ঘুরে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকে তিনি রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করছেন। এই মর্মে এদিন পরীক্ষা ব্যবস্থা কেমন, তা খতিয়ে দেখতে তিনি বীরভূম পরিদর্শন করেন। পরিদর্শনের পর জেলার স্কুলগুলির পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 
জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন বীরভূমে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতে প্রথমে সিউড়ি যান। সামগ্রিক পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন মাধ্যমিক পরীক্ষার বীরভূম জেলা আহ্বায়ক চন্দন ঘোষ, বোর্ড মেম্বার অভিজিৎ নন্দন, এছাড়াও ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের বীরভূম জেলার সভাপতি প্রলয় নায়েক। 
এদিন সিউড়িতে রামানুজবাবু প্রথমে সিউড়ি মিউনিসিপাল গার্লস হাইস্কুল, কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন, রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়‌ ঘুরে দেখেন। এরপর সেখান থেকে লাভপুর বিধানসভার আহমেদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয়, চৌহাট্টা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। অবশেষে বোলপুরে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।‌ এরপর সাংবাদিকদের তিনি বলেন, ‘সারা রাজ্যেই মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে হচ্ছে। এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সময় বীরভূম পরিদর্শন করলাম। বোলপুরের বাইরে সিউড়ি সহ প্রত্যন্ত বেশ কিছু স্কুল ঘুরে দেখেছি। স্কুল ও প্রশাসনের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। অ্যাডমিট বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নিয়ে একটা কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। কোচবিহারের একটি ঘটনা সামনে এসেছে। তাছাড়া, রাজ্যে সার্বিকভাবে মাত্র নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। বাকি ৩৭ হাজার সফলভাবে পরীক্ষায় বসেছে। অঙ্ক ও ইতিহাসে প্রশ্নপত্র কঠিন–, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন প্রশ্নপত্রের মান ঠিকঠাক। একটা জেলা থেকে একজন করে পরীক্ষার্থীর খাতা ছেঁড়ার ঘটনা আমাদের সামনে এসেছে। তবে, এগুলি বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিকভাবে কঠিন প্রশ্ন হওয়ার কোনও রিপোর্ট আমার কাছে নেই। ৯০ দিনের আগেই ফলাফল প্রকাশ করা হবে। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা