বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মেদিনীপুরের মুড়াকাটা সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এই জয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। এই সমবায় সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। সমবায় সমিতির সাতটি জোনে ৫০টি আসন রয়েছে। তবে বিরোধী দলের তরফে নির্বাচনে মনোনয়নপত্র জমা করা হয়নি। এর ফলে প্রতিটি আসনে সহজেই জয় পায় তৃণমূল। তৃণমূল নেতৃত্বের কথায়, সম্প্রতি জেলার প্রায় একশো শতাংশ সমবায় সমিতি আমাদের দখলে এসেছে। কেশপুর, গড়বেতা-৩ সহ একাধিক ব্লকে সমবায় সমিতির নির্বাচনে বিরোধী শিবির মনোনয়ন জমা করতে পারেনি। মূলত বুথস্তরে সংগঠন দুর্বল হওয়ায় বিরোধী শিবির মনোনয়ন জমা করতে পারছে না বলেই মত রাজনৈতিক মহলের। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে মুড়াকাটা সমবায় সমিতির তরফে নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়। নির্দেশিকা অনুসারে ২ ও ৩ জানুয়ারি মনোনয়নপত্র দেওয়া হয়। এরপর ৪ ও ৬ জানুয়ারি মনোনয়ন দাখিল করার নির্ধারিত দিন ছিল। ৭ জানুয়ারি মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হয়। ৮জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে বিরোধীদের তরফে কোনও মনোনয়নপত্র জমা করা হয়নি। ১৯জানুয়ারি ভোট হওয়ার কথা থাকলেও আগেই জয়ী হয় তৃণমূল। ১মার্চ নিয়ম মেনে পরিচালকমণ্ডলীর নির্বাচন হবে। ইতিমধ্যেই সমবায় সমিতিতে ন’জনকে ডিরেক্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে। 
মেদিনীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, মানুষ উন্নয়নের সঙ্গেই আছে। তাই এই ফলাফল। সিপিএমের অত্যাচার আজও মানুষ ভুলতে পারেনি। আর বিজেপি তো বহু বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় আছে। কী করেছে সাধারণ মানুষের জন্য? জেলার কোনও সমবায় সমিতির ভোটে বিরোধী শিবির জিততে পারবে না। ওরা শুধু প্রতিশ্রুতি দিতে জানে। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না। 
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৫০বছর আগে এই সমবায় সমিতি তৈরি হয়। এই সমবায়ের মাধ্যমে চাষিরা উপকৃত হচ্ছেন। তবে শুরুর দিকে সমবায় সমিতিটি ছোট একটি ঘর থেকে পরিচালিত হতো। ২০১২সালের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বর্তমানে সমবায় সমিতির তরফে কৃষি ঋণ, ব্যক্তিগত ঋণ দেওয়া হয়। এছাড়া সমবায় সমিতিতে ২টি ধান কাটার মেশিন আছে। যার সাহায্যে উপকৃত হন চাষিরা। পাশাপাশি সমবায় সমিতির তরফে চাষিদের ন্যায্য মূল্যে সার দেওয়া হয়। প্রথম দিকে এই সমবায় সমিতির সদস্য সংখ্যা ছিল ৫০। বর্তমানে সেই সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। সমবায় সমিতির বড় অফিস তৈরি হয়েছে। এমনকী সমিতির তরফে রেশন সরবরাহের কাজও করা হয়। 
মেদিনীপুর সদর ব্লকের(এ) সভাপতি গৌতম দত্ত বলেন, বিরোধী শিবির ভোটে শুধু টাকা খরচ করতে জানে। মানুষের কথা বলে একমাত্র তৃণমূল। আজ প্রত্যন্ত এলাকার মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে এই সমবায় সমিতি থেকেও মানুষ নানাভাবে উপকৃত হবেন। এনিয়ে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূলের আমলে ভোট হয় না। মানুষকে ভয় দেখিয়ে সমবায় সমিতির ভোট হয়। এর যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ।-নিজস্ব চিত্র
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা