বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সোশ্যাল মিডিয়াকে পজিটিভ কাজে লাগাতে হবে: সৌরভ

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করা উচিত, তা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিপস দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি সেরে রাধারানি স্টেডিয়ামে যান। সৌরভ বলেন, সোশ্যাল মিডিয়া গোট দুনিয়াকে হাতের তালুর মধ্যে এনে দিয়েছে। কোথায় কী হচ্ছে, তা আমরা একটা ক্লিকেই জানতে পারি। তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। পজিটিভ কাজেই এই মাধ্যমকে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়ার সব তথ্য ঠিক হয় না। তা সব সময় যাচাই করতে হবে।
এদিনের কর্মসূচিতে ভিসি শঙ্করকুমার নাথ, রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সৌরভ পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, যেকোনও ক্ষেত্রে সাফল্য পাওয়ার মূল মন্ত্র হলে কঠিন পরিশ্রম। ভাগ্য অবশ্যই ফ্যাক্টর। তবে পরিশ্রম না করলে সফলতা আসে না। ভাগ্য পরিশ্রমীদের সঙ্গে থাকে। টার্গেট সামনে রেখে এগিয়ে যেতে হবে। কারও টার্গেট একদিনেই পূরণ হবে না। ধাপে ধাপে সফলতা আসে। কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। কোনও কাজে সফলতা পেতে হলে গ্রাউন্ডে যেতে হবে। কেউ ব্যবসা করতে নেমে যদি ভাবে ঠান্ডা ঘরে বসে থাকলেই সফলতা আসবে, সেটা ভুল। তাঁকেও মানুষের কাছে গিয়ে মার্কেটিং করতে হয়। 
ভিসি বলেন, সৌরভ নিজের সত্ত্বা ধরে রেখেছেন। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি। তারপরেও বাংলাকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন। আশা করব, বাংলা আগামী দিনে আরও এগিয়ে যাবে। 
এদিন এক ছাত্র ভারতের প্রাক্তন অধিনায়ককে প্রশ্ন করেন, অপনার পরে বাংলার কোনও ক্রিকেটার কেন সেই সাফল্য পায়নি। সৌরভ তাঁকে বলেন, আজ আসেনি, কাল আসবে। সুনীল গাভাস্কার ক্রিকেট ছাড়ার পর অনেকেই ভেবেছিলেন, এরপর কে আসবে। শচীন তেণ্ডুলকর আসার পর তাঁদের সেই চিন্তা দূর হয়। আবার শচীন ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর একই প্রশ্ন উঠেছিল। বিরাট কোহলি আসার পর সেই চিন্তার অবসান হয়েছে। বিরাট তাঁর কেরিয়ারের অন্তিম লগ্নে রয়েছে। আবারও কেউ সেই শূন্যস্থান পূরণ করবে।
বর্ধমানে রাধারানি স্টেডিয়ামে গিয়ে তিনি জেলার খেলার মান নিয়ে প্রশংসা করেন। মাঠে এলাকার বিধাক খোকন দাস, বিডিএসএ’র জয়েন্ট সেক্রেটারি উত্তম সেনগুপ্ত সহ অন্যানরা উপস্থিত ছিলেন। জেলাশাসক আয়েশা রানি এ এবং পুলিস সুপার সায়ক দাস দু’টি কর্মসূচিতেই যোগ দেন।
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা