বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কাশীপুরে জল প্রকল্পের কাজ খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ কেন্দ্রীয় দলের

সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার ‘জল জীবন মিশন’ (জেজেএম) ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিমের একটি প্রতিনিধি দল কাশীপুর ব্লকে আসে। এদিন ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতে প্রতিনিধি দলটি কাজ পর্যবেক্ষণ করে। বিভিন্ন গ্রামে ঘোরার পাশাপাশি জলের রিজার্ভার ও জল প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। পর্যবেক্ষণ শেষে তাঁরা ব্লক এলাকার কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানিয়েছেন, ব্লক এলাকায় খুব ভালো কাজ হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে প্রতিটি গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জল জীবন মিশন প্রকল্পের মূল লক্ষ্য ২০২৪ সালের মধ্যে গ্রামীণ পরিবারদের নিরাপদ পানীয় জল সরবরাহ করা। এই মিশনের মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবারে ট্যাপ সংযোগের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। শুধু তাই নয়, আগামী বছরের মধ্যে প্রতিটি গ্রামকে নির্মল গ্রাম করার লক্ষ্যে বাড়ি বাড়ি টয়লেট নির্মাণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলাগুলিতে ঘুরছেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য সুধীর কুমার বলেন, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসেছিলাম। অনেকগুলি গ্রাম ঘুরে দেখলাম। ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। বেশ ভালো কাজ হয়েছে। কিছু গ্রামে এখনও পানীয় জলের পাইপ লাইন পৌঁছয়নি। জলাধার থেকে পাইপলাইনে জল এনে ওই গ্রামগুলিতে তা সরবরাহ করা হবে। দ্রুততার সঙ্গেই প্রকল্পের কাজ হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে ব্লক এলাকার প্রতিটি গ্রাম পরিশুদ্ধ পানীয় জল পাবে।
কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন। তাঁরা কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কাশীপুর বিধানসভার বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, এর আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে এসে বাধার মুখে পড়েছেন। তাই তাঁরা এবার যাতে কোনও রকম ঝামেলা না হয়, তাই সরেজমিনে তদন্ত করেছেন। হয়তো এখানে কাজের বিষয়ে ঝামেলা এড়াতে বাধ্য হয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু আশা করছি, যেভাবে নিম্নমানের ও ঢিলেমির সঙ্গে কাজ হচ্ছে, সেটা নিয়ে কেন্দ্রে ঠিক রিপোর্ট দেওয়া হবে।
 জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, আগেও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। তারা রাজ্যের কাজ দেখে সন্তুষ্ট হয়েছে। কিন্তু বিজেপি বিধায়ক, সাংসদরা রাজ্যের টাকা আটকে রাখতে মরিয়া হয়েছেন। তাই বর্তমান রাজ্য সরকারের যে কোনও প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।
21h 21m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা