বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সবংয়ে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ডেবরা থেকে ধৃত বিজেপি কর্মী

সংবাদদাতা, মেদিনীপুর: প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিস। অভিযোগ, ঘরে একা থাকার সুযোগে প্রতিবেশী ওই বিজেপি কর্মী তাঁকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা এই কথা প্রতিবেশীদের জানানোয় অভিযুক্তের স্ত্রী তাঁকে মারধরও করে বলে অভিযোগ। এই ঘটনায় সবং থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। পুলিস জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত সবং ছেড়ে পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ডেবরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃত কালীপদ দাসকে আদালতে হাজির করা হলে বিচারক দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, গোপন জবানবন্দি নেওয়ার জন্য এদিন ধর্ষিতাকেও আদালতে হাজির করা হয়। তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, অভিযুক্ত সক্রিয় বিজেপি কর্মী। বিজেপি নেতৃত্ব অবশ্য ধৃতকে তাদের দলের কর্মী বলে মানতে নারাজ। অপরদিকে ধৃতের কঠোর শাস্তি দাবি করেছে তৃণমূল। সূত্রের খবর এব্যাপারে গ্রামে সালিশি সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 
জানা গিয়েছে, কয়েক দিন আগে ধর্ষিতা বাড়িতে একা ছিলেন। তাঁর বাবা, মা সহ পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে গিয়েছিলেন। এই সময় বিজেপি কর্মী বাড়িতে ঢুকে তাঁকে জোর করে ধর্ষণ করে। তাঁর মা বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। জমিতে কাজ করতে গিয়েছিলাম। এই সময় অভিযুক্ত ঘরে ঢুকে মেয়ের ইজ্জতহানি করে। পরে আমরা বাড়ি  ফিরলে মেয়ে সব কথা জানায়। মেয়ে বিষয়টি গ্রামের কয়েক জন মহিলাকে জানালে অভিযুক্তের স্ত্রী বাড়িতে এসে মেয়েকে প্রচণ্ড মারধর করে। আমি অভিযুক্তের স্ত্রীর কাছে এব্যাপারে জানতে গেলে সে কোনও কিছু মানতে চায়নি। পরে আমরা সবং থানায় অভিযোগ দায়ের করি।  
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবুকালাম বক্স বলেন, ধৃত ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অমূল্য মাইতির সঙ্গে মিছিল করার ছবিও আছে। এটাই বিজেপির চরিত্র। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। বিজেপির জেলা সহ সভাপতি অমূল্যবাবু বলেন, যদি ঘটনা ঘটিয়ে থাকে, খুবই নিন্দনীয়। শাস্তি হওয়া উচিত। সে বিজেপি করে কি না আমি জানি না। তবে আমি যখন তৃণমূল করতাম সে তৃণমূল করত।  ধৃত কালীপদ দাসকে নিয়ে যাচ্ছে পুলিস। নিজস্ব চিত্র 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা