বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

যুগলকে আটকে টাকা আদায় সাসপেন্ড ৩ পুলিসকর্মী

শ্রীকান্ত পড়্যা, তমলুক: জাতীয় সড়ক থেকে যুগলকে থানার সামনে তুলে  এনে ৫০ হাজার টাকা দাবি পুলিসের। সেই টাকা দিতে না পারায় চরম হেনস্তা। শেষে ভয় দেখিয়ে স্থানীয় এটিএম থেকে ১০ হাজার টাকা তুলতে বাধ্য করা এবং পুরোটাই হাতিয়ে নেওয়া! এমন অভিযোগ পেয়ে পত্রপাঠ নন্দকুমার থানার তিন পুলিসকর্মীকে সাসপেন্ড করলেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। তাঁদের একজন নিজামুদ্দিন দফাদার। তিনি থানার কনস্টেবল। অন্যজন থানার গাড়ির চালক রঞ্জন সাঁতরা। তৃতীয়জন এনভিএফ কর্মী শঙ্কর হাজরা। তাঁকে পাকাপাকিভাবে বসিয়ে দেওয়ার জন্য মেদিনীপুরে অবস্থিত এনভিএফের ডিস্ট্রিক্ট কমাডান্টের কাছে সুপারিশ করেছেন পুলিস সুপার। হয়েছে। মঙ্গলবার তিনি বলেন, ‘অভিযোগ পাওয়া মাত্রই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।’
পুলিস সূত্রেই খবর, মহিষাদল থানার কেশবপুর জালপাই গ্রামের এক যুবক রবিবার বিকেলে প্রেমিকাকে নিয়ে নরঘাটের কাছে একটি হোটেলে খেতে গিয়েছিলেন। ওই যুবতী নন্দকুমার কলেজের ছাত্রী। ফেরার সময় নন্দকুমারে ১১৬বি জাতীয় সড়কে দু’জনকে আটকায় টহলরত পুলিস কর্মীরা। ওই গাড়িতে একজন এএসআই সহ মোট চারজন পুলিস কর্মী ছিলেন। যুগলকে রাস্তা থেকে থানার কাছাকাছি এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। দাবিমতো টাকা দিতে না পারায় তাঁদের হেনস্তা করা হয়। এরপর ওই যুবককে চাপ দিয়ে নিকটবর্তী একটি এটিএম কাউন্টার থেকে দশ হাজার টাকা তোলানো হয়। সেই টাকা পুলিস কর্মীদের হাতে তুলে দিয়ে নিস্তার পান প্রেমিক যুবক। 
বিকেলে বাড়ি ফিরে গোটা বিষয়টি ভগ্নিপতি তন্ময় প্রামাণিককে জানান তিনি। তন্ময়বাবুর বাড়ি মহিষাদল থানার ঘাসিপুর গ্রামে। সঙ্গে সঙ্গেই তিনি নন্দকুমার থানায় যান। অভিযোগ, ওসি উজ্জ্বল নস্কর তাঁর সঙ্গে ঠিকমতো ব্যবহার করেননি। তা সত্ত্বেও থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি পুলিস সুপারের কানেও বিষয়টি তোলেন। সোমবার নিগৃহীত যুবক ও তাঁর ভগ্নিপতি পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। পুলিস সুপার ওই ঘটনায় জড়িত পুলিস কর্মীদেরও নিজের অফিসে তলব করেন। গোটা বিষয়টি খতিয়ে দেখার পরই তিনজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। 
নিগৃহীত ওই যুবকের এক আত্মীয় বলেন, ‘নরঘাট থেকে ফেরার সময়ই ওদের দু’জনকে টার্গেট করেছিল পুলিস। বাস ও পণ্যবাহী ভারী যানবাহনে ট্রাফিক আইন ভাঙার সর্বোচ্চ ফাইন ১০ হাজার টাকা। অথচ, আমার ওই আত্মীয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এরপর এটিএম থেকে নগদ তুলিয়ে ১০ হাজার টাকা দিতে হয়েছে। গোটা বিষয়টি পুলিস সুপারের নজরে আনার পরই তিনি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন।’  
যুগলদের থেকে নানা অছিলায় পুলিসের টাকা আদায়ের কৌশল নতুন ঘটনা নয়। বছর দু’য়েক আগে কোলাঘাটের একটি হোটেলে প্রেমিক-প্রেমিকার সঙ্গে দুব্যর্বহারে পাশাপাশি টাকা আদায়ের অভিযোগ ওঠে। সেই ঘটনায় দু’জন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বসিয়েও দেওয়া হয়েছিল। তারপরও একাংশ পুলিসকর্মীদের শিক্ষা হয়নি, তা রবিবারের ঘটনা হাতে গরম প্রমাণ। সৈকত শহর দীঘাতেও এরকম ঘটনা সামনে আসায় উইনার্স টিমের দুই সদস্যাকে সতর্ক করা হয়েছিল।  নিজস্ব চিত্র
 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা