বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কুম্ভ স্পেশালের এসি কোচ ১৩, সাধারণ ৪!

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দিল্লিতে পদপিষ্টের ঘটনা। আসানসোলের কুম্ভ যাওয়ার জন্য হুড়োহুড়ির ঘটনার পর আসানসোল থেকে স্পেশান ট্রেন ছাড়লো কুম্ভের উদ্দেশে। ভিড় নিয়ন্ত্রণে রেল কী ব্যবস্থা নেয় সেদিকে সবার নজর ছিল। পুলিস, জিআরপির সহযোগিতায় নিরাপত্তার বজ্রআঁটুনিতে বিশৃঙ্খলা এড়ানো গেলেও স্পেশাল ট্রেনে কোচ বিন্যাস নিয়ে চরম ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। পুণ্য অর্জনের জন্য গরিব মানুষের মহাকুম্ভ যাওয়ার প্রধান ভরসা রেলই। গরিব মানুষের কথা বিবেচনা না করে কুম্ভ স্পেশাল ট্রেনেও রেল রেখেছে ১৩টি এসি কোচ সেখানে জেনারেল কোচের সংখ্যা মাত্র চার। এসি কোচের ভাড়া ২৯০০ টাকা থেকে ১৪০০ টাকার মধ্যে। যারজেরে এদিন আসানসোলে স্টেশনে দেখা গেল এসি কোচে হাতে গোনা লোক অন্যদিকে জেনারেল কোচে মানুষে লাইন দিয়ে ট্রেনে উঠেছে। সাধারণ যাত্রীদের দাবি, মহাকুম্ভকে নিয়েও রেল শুধুই ব্যবসা করছে। গরিব মানুষকে যাত্রী পরিষেবা দেওয়ার কোন দায় রেলের নেই।
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই রেলের ভূমিকা নিয়ে সরব বিরোধী দল থেকে সাধারণ মানুষ। দিল্লির ঘটনার পর রবিবার আসানসোল স্টেশনও ধরা পড়েছে মহাকুম্ভ যাওয়ার জন্য ট্রেন ধরতে যাত্রীদের তুমুল হুড়োহুড়ির ছবি। মূলত জেনারেল টিকিট কেটেই গরিব মানুষ ট্রেন ধরে যাচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশে। সেই সাধারণ দরিদ্র যাত্রীদের কথা আদেও কী ভাবছে রেল? এদিন আসানসোল থেকে কুম্ভ স্পেশাল আসানসোল টুন্ডলা ট্রেনের চিত্র দেখে সেই প্রশ্নই বড় আকারে সামনে এসেছে। এদিন যে স্পেশাল ট্রেনের রেল দেওয়া হয়েছিল সেখানে জেনারেল কোচ ছিল চারটি, স্লিপার কোচ দুটি, এসি ৩ টায়ার কোচ ৮, এসি টু টায়ার কোচ ৪ ও এসি ১ টায়ার কোচ ছিল একটি।  এসি ট্রেনের ভাড়াও সাধারণ মানুষের হাতে ছেঁকা দেবে। এসি ১ টায়ারের ভাড়া ২হাজার ৮৮৫, এসি ২ টায়ার ১হাজার ৮৯০ ও এসি ৩ টায়ারের ভাড়া ১ হাজার ৩৩০ টাকা। সেখানে আসানসোল থেকে প্রয়াগরাজ জেনারেল টিকিট লাগে মাত্র ১৯০ টাকার। ভিড় নিয়ন্ত্রের জন্য রেল সিদ্ধান্ত নিয়েছিল, রেলের ক্ষমতা অনুযায়ী জেনারেল টিকিট দেওয়া হবে। অর্থাৎ জেনারেল কোচ যত কম থাকবে সাধারণ গরিব মানুষ ততটাই কম জেনারেল টিকিট কাটতে পারবেন। পুরো বিষয়টি দেখে অত্যন্ত ক্ষুব্ধ এদিন প্রয়াগরাজের পথে যাত্রা করা গরিব সাধারণ মানুষ। ধিরেন মণ্ডল, রমাকান্ত পালরা বলেন, মোদিজির আমলে যত কোপ গরিব মানুষের উপর। অন্য সময়ে আমরা কী দেখতাম সাধারণ মানুষের যাতায়াতের জন্য জেনারেল কোচ বেশি থাকত এসি কোচ হাতে গোনা ছিল।  অনেকের দাবি, বিভিন্ন স্টেশনে ট্রেনে উঠতে না পেরে যাত্রীদের যে ক্ষোভ আছড়ে পড়েছে তা রেলের এই সিদ্ধান্তের জন্যই। স্পেশাল ট্রেনে জেনারেল কম্পারমেন্টের সংখ্যা বাড়ালেই অনেক বেশি যাত্রী যাতায়ার করতে পারবে, সমস্যা মিটবে।  পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, যাত্রী চাহিদা বিবেচনা করে প্রয়োজনে জেনারেল কোচ বাড়ানো হবে। আরও স্পেশান ট্রেন চালানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। 
শুধু কোচ নিয়ে ক্ষোভ নয় এদিন স্পেশান ট্রেনের সময় নিয়েও যাত্রীরা ক্ষুব্ধ হন। প্রথমে ঘোষণা করা হয়েছিল স্পেশাল ট্রেন আসানসোল থেকে ছাড়বে সকাল ১১ টা ১৫ মিনিটে। ট্রেনে চাপতে সকাল সাড়ে ন’টাতেই হাজির হন সোনালি ঠাকুর ঝুলন রাউতরা। স্টেশনে আসার পর তাঁরা জানতে পারেন ট্রেন ছাড়বে দেড়টার সময়ে। রেলের দাবি, রেক সময় মতো না আসার জেরেই এই ঘটনা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা