বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বাঁকুড়া-শিলিগুড়ি রুটে বাতানুকূল সরকারি বাস পরিষেবা শুরু হল

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া-শিলিগুড়ি রুটে নতুন বাতানুকূল সরকারি বাস পরিষেবা শুরু হল। শনিবার বিকেলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাঁকুড়া ডিপোয় সাংসদ অরূপ চক্রবর্তী ওই বাস পরিষেবার সূচনা করেন। এই উপলক্ষ্যে বাঁকুড়া ডিপোয় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংসদের পাশাপাশি বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার, নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।  
সাংসদ বলেন, জঙ্গলমহলের সর্বত্র রেল যোগাযোগ এখনও সেভাবে গড়ে ওঠেনি। ফলে বাঁকুড়া সহ আশপাশের জেলায় সরকারি বাস পরিষেবা যাত্রীদের ভরসার জায়গা। এবার সরকারি এসি বাসে চেপে অনেক কম খরচে বাঁকুড়া থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। পরিবহণ সংস্থাগুলির মধ্যে এসবিএসটিসি সবচেয়ে বেশি বাস চালায়। বর্তমানে সাড়ে ৮০০-র কিছু বেশি বাস চলে। বাসের সংখ্যা বৃদ্ধি করে হাজারে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এব্যাপারে এদিন নিগমের কর্তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। বাঁকুড়া-দুর্গাপুর সহ জঙ্গলমহলে একাধিক লাভজনক রুট রয়েছে। ওইসব রুটে বাসের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমি প্রস্তাব রেখেছি।  
সুভাষবাবু বলেন, ঝাড়গ্রামে ডিভিশনাল অফিসের আওতায় জঙ্গলমহল ও লাগোয়া জেলাগুলির ডিপোতে বাস টার্মিনাসের কাজ শুরু সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে। বাঁকুড়া ডিপোয় সিএনজি স্টেশন হবে। আগামী দু-তিনমাসের মধ্যে ২০০টি সিএনজি ও ১০৬টি ডিজেল চালিত বাস আমরা পেয়ে যাব। তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে অন্য দলে চলে যাওয়া দপ্তরের এক প্রাক্তন মন্ত্রী লাভজনক রুটগুলিকে বেসরকারি হাতে তুলে দিয়েছিলেন। আমরা তা ফের নিগমের আওতায় এনেছি। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারণ করে দেওয়া ভাড়াতেই এখনও আমরা বাস চালাচ্ছি। কেন্দ্রীয় সরকার পেট্রপণ্যের দাম বাড়ালেও মুখ্যমন্ত্রী ভাড়া বৃদ্ধি করেননি।  
এসবিএসটিসি-র বাঁকুড়া ডিপোর ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মধ্যে আমাদের ডিপো ভালো জায়গায় রয়েছে। যাত্রী পরিষেবার মাধ্যমে আয়বৃদ্ধি সহ অন্যান্য দিকে আমরা দিনদিন উন্নতি করছি। বাঁকুড়া-শিলিগুড়ি রুটে নতুন চালু হওয়া বাসের ভাড়া ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন দু’টি বাস ওই রুটে চলতে শুরু করল। দুর্গাপুর, সিউড়ি, মালদহ, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি পৌঁছবে। প্রতিদিন বিকেল ৫টায় বাঁকুড়া ও শিলিগুড়ি থেকে বাস দু’টি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। পরেরদিন সকালে বাসগুলি দুই ডিপোয় পৌঁছবে। প্রতিটি বাসের দাম পড়েছে ৪৬ লক্ষ টাকা।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা