বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কালনার মুড়াগাছা কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন পড়ুয়ারা

সংবাদদাতা, কালনা: কালনার মুড়াগাছায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে শনিবার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলেন পড়ুয়ারা। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ কৃষ্ণেন্দু দত্ত প্রমুখ। সম্প্রতি  ন্যাকের মূল্যায়ণে ‘এ’ গ্রেড পেয়েছে এই কলেজ। এতে ছাত্রছাত্রী, অধ্যক্ষ ও অধ্যাপক অধ্যাপিকারা খুব খুশি। এদিন সায়ন্তিকা গ্রামীণ পরিবেশে এত সুন্দর কলেজ ও পরিকাঠামোর প্রশংসা করেন।  কালনা মহকুমা সহ আশেপাশে কোনও গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছিল না। তৃণমূল সরকার আসার পর ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের প্রচেষ্টায় মুড়াগাছা গ্রামে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অনুমোদন পায়। ২০১৫ সালে কলেজের পঠনপাঠন শুরু হয়। শুরু থেকেই স্থায়ী অধ্যক্ষ ও অধ্যাপক নিয়োগ হয়। কলেজের পঠন পাঠন ছাড়াও বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, কম্পিউটার, স্পোকেন ইংলিশ শেখানো হয়। খেলাধুলোর টেবিল টেনিস, ফুটবল সহ নানা ক্রীড়া ক্ষেত্র গড়ে ওঠে। গত বছর ৪ ও ৫ ডিসেম্বর ন্যাকের এক প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে আসেন। এরপর  ২০ ডিসেম্বর ন্যাকের পক্ষ থেকে কলেজে ‘এ’ গ্রেড উন্নীত হওয়ার খবর পৌঁছয়। স্বপনবাবু বলেন, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আমাদের গর্বের। কালনা মহকুমা সহ আশেপাশে কোনও গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ছিল না। কালনা, সিমলন, আটঘড়িয়া, কাঁকুড়িয়া, বেগপুর, সুলতানপুর, বুলবুলিতলা প্রভৃতি এলাকা থেকে  আশেপাশে কলেজের দূরত্ব ১৫-২০ কিলোমিটার। দূরত্বের জন্য অনেকে মাঝপথে পড়া বন্ধ করে দিত। মুড়াগাছা গ্রামে কলেজ হওয়ায় এলাকার পড়ুয়াদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। এজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এদিন তিনি কলেজের খোলাধুলোর উন্নয়নে বিধায়ক তহবিল থেকে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেন। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা