বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সূচনাতেই আরামবাগ গ্রন্থ, বিজ্ঞান মেলা ও নাট্য উৎসবে ভালো সাড়া

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মহা সমারোহে সূচনা হয়ে গেল আরামবাগ গ্রন্থ, বিজ্ঞান মেলা ও নাট্য উৎসবের। শনিবার আরামবাগ শহরের ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে গ্রন্থমেলার উদ্বোধন হয়। উদ্যোক্তাদের দাবি, গ্রন্থমেলার প্রথম দিন থেকে বাসিন্দাদের ব্যাপক সাড়া পড়েছে। এদিন থেকেই ক্রেতা, পাঠকরা স্টলে স্টলে ভিড় জমাতে থাকেন। অনেক পাঠকই বিভিন্ন স্টল থেকে বই কেনেন। স্টল করতে আসা প্রকাশনীগুলিও আরামবাগ গ্রন্থ মেলায় বই বিক্রির হার নিয়ে আশাবাদী। আরামবাগ গ্রন্থমেলার মঞ্চেই অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। আগামী ১৪ জানুয়ারি থেকে তা শুরু হবে। 
আরামবাগ গ্রন্থ মেলা সমিতির সম্পাদক রাজেশ চৌধুরী বলেন, চিরাচরিত নিয়ম মেনে গ্রন্থমেলা ও নাট্য উৎসবের উদ্বোধন হয়েছে। এদিন থেকেই আরামবাগের বাসিন্দারা গ্রন্থমেলার মাঠে আসতে শুরু করেছেন। প্রথম দিনেই জমে উঠেছে মেলা ও উৎসব। আমরা চাই সব বাড়ি থেকে আট থেকে আশি এই মেলায় আসুক। সেভাবেই গ্রন্থমেলার পরিবেশ সাজানো হয়েছে। প্রত্যেক বছরের মতো এবারও রীতি মেনে গ্রন্থমেলা উপলক্ষ্যে শোভাযাত্রা হয়। আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকা থেকে ওই শোভাযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করে। শোভাযাত্রা শেষ হয় গ্রন্থমেলার মাঠে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন স্কুল, কলেজের পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বাদ্য যন্ত্র সহকারে শোভাযাত্রা শহরবাসীর নজর কাড়ে। তারসঙ্গে মনীষীদের মূর্তিতে মাল্যদানও করেন গ্রন্থমেলা সমিতির সদস্যরা। এদিন বিকেলে গ্রন্থমেলার দ্বারদঘাটন করেন গ্রন্থমেলা সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্টরা। নারকেল ফাটিয়ে গ্রন্থমেলার দরজা সবার জন্য খুলে দেওয়া হয়। এরপর উদ্বোধন হয় গ্রন্থমেলার। প্রদীপ জ্বালিয়ে গ্রন্থমেলার সূচনা করেন বিশিষ্টরা। এদিন গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সারাঠি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রাণরূপানন্দজি মহারাজ। এছাড়া বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্র সহ আরও অনেকেই ছিলেন। আরামবাগ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররাও ছিলেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকেই ‘আরামবাগ আইকন’ হিসেবে প্রাক্তন শিক্ষক কিঙ্কর কুণ্ডুকে সংবর্ধনা দেওয়া হয়। 
এদিন বিশিষ্টরা আরামবাগের এমন বিশাল আকারে গ্রন্থমেলা ও নাট্য উৎসব আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। গ্রন্থ মেলা সমিতির সভাপতি বলেন, এখন মোবাইলে হয়তো সবকিছুই পাওয়া যায়। কিন্তু, বই হাতে নিয়ে পড়লে যে জ্ঞান অর্জন করা যায়, তার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। -নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা