বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নয়াগ্রামে শুরু নবজোয়ার কাপ ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি স্টেডিয়ামে দু’দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। নয়াগ্রাম ব্লক তৃণমূলের উদ্যোগে ‘নবজোয়ার কাপ’ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। জেলার আটটি ব্লকের আটটি দল এতে অংশ নিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রধান অতিথি ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নানা দলের নামের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে সাঁকরাইল ব্লকের লক্ষ্মীর ভাণ্ডার একাদশ। বিনপুর-১ ব্লক থেকে খেলছে জোহার একাদশ। বিনপুর-২ ও গোপীবল্লভপুর-১ ব্লকের দু’টি দলের নাম স্বাস্থ্যসাথী একাদশ ও কন্যাশ্রী একাদশ। জামবনী ব্লকের একটি ফুটবল টিমের নাম বাংলার বাড়ি একাদশ। গোপীবল্লভপুর-২ ব্লক থেকে এসেছে সবুজ সাথী একাদশ। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা যাতে মানুষ সহজে জানতে পারেন. সেই লক্ষ্যে এসমস্ত নাম রাখা হয়েছে। এদিন ওই স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা বিভিন্ন প্রকল্পের নামে টিমের নামকরণ হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সমস্ত দলকে শুভেচ্ছা জানাচ্ছি। সায়নী ঘোষ বলেন, এই ধরনের উদ্যোগ খুব ভালো।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা