বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নবদ্বীপে শ্রীশ্রীগৌরগোবিন্দ মন্দির গুরুপূজা মহামহোৎসব শুরু

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের শ্রীশ্রীগৌরগোবিন্দ মন্দিরে শুরু হল ৩০তম বর্ষ গুরুপূজা মহামহোৎসব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কীর্তনীয়া এই অনুষ্ঠানে অংশ  নেবেন।  শনিবার শুভ অধিবাসের মধ্যে দিয়ে নবদ্বীপ মহাপ্রভু পাড়া শ্রীশ্রীগৌরগোবিন্দ মন্দিরে গুরুপূজা মহামহোৎসবের উদ্বোধন হয়। এই উৎসব চলবে ১৮ জানুয়ারি শনিবার পর্যন্ত। আট দিন ধরে নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রভাতী কীর্তন, ভগবৎ পারায়ণ ও পাঠ, গৌরলীলা, কৃষ্ণলীলা, রাসলীলা, আধ্যাত্মিক সঙ্গীত সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। এছাড়া রবিবার থেকে বুধবার পর্যন্ত এই চার দিন শ্রীধাম রাধাকুণ্ড নিবাসী পণ্ডিতপ্রবর শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ গৌর বিষ্ণুপ্রিয়া কথা পরিবেশন করবেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কুলদেবতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর বন্দনার মধ্যে দিয়ে গুরুপূজা মহোৎসবের অধিবাস শুরু হয়। রবিবার সকালে মঙ্গলারতির শেষে প্রভাতী কীর্তন, শ্রীমৎ ভগবত পারায়ণ অনুষ্ঠিত হবে। সোমবার সকালে প্রভাতী কীর্তন, ভাগবত পারায়নের পর গৌরলীলা কীর্তন। এরপর অনুষ্ঠিত হবে গৌরগোবিন্দ ও রাধামদন গোপালদেবের বিশেষ পুজো ও অভিষেক। সন্ধ্যায় গৌরলীলা কীর্তন। রাতে কৃষ্ণলীলা কীর্তন পরিবেশন করা হবে। 
মঙ্গলবার সকালে প্রভাতী কীর্তন, ভগবৎ পারায়ণের পর মন্দির পরিক্রমায় বের হবে। এরপর দুপুরে গৌরলীলা ও কৃষ্ণলীলা পরিবেশিত হবে। বিকালে শ্রীমদ ভগবৎ পাঠ। সন্ধ্যায় কৃষ্ণলীলা ‹কীর্তন-রূপাভিসার› পরিবেশন করা হবে। বুধবার মঙ্গলারতি, প্রভাতী কীর্তন, ভগবৎ পারায়ণের পর চৌষট্টি মহান্তের ভোগ নিবেদন করা হবে। দুপুরে পরিবেশিত হবে কৃষ্ণলীলা। রাতে শ্রীশ্রীগৌরসভা ও আধ্যাত্মিক সংগীত ও রাসলীলা পরিবেশন করা হবে। 
বৃহস্পতিবার সকালে মঙ্গলারতি, প্রভাতী কীর্তনের পরে কুঞ্জভঙ্গলীলা। দুপুরে শ্রীশ্রী গৌরগোবিন্দের ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরণ করা হবে। ওই দিন সন্ধ্যায় বর্ণাঢ্য নগর সংকীর্তনে বের হবে। শুক্রবার সকালে মঙ্গলারতির পর সংকীর্তন সহযোগে পঞ্চক্রোশী নবদ্বীপ পরিক্রমা বের হবে। শনিবার দুপুরে গৌরগোবিন্দের ভোগ আরাধনা মহাপ্রসাদ বিতরণ এবং মহান্ত বিদায় মধ্যে দিয়ে উৎসব শেষ হবে।
নবদ্বীপের শ্রীশ্রীগৌরগোবিন্দ মন্দিরে অধ্যক্ষ তথা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপভু মন্দিরের অন্যতম সেবাইত প্রভুপাদ উদয়কুমার গোস্বামী বলেন, আমাদের কুলদেবতা প্রেমপুরুষোত্তম ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু। তাঁকে স্মরণ করে শনিবার অধিবাসের মধ্যে দিয়ে শ্রীশ্রীগুরুপূজা মহোৎসব শুরু হয়েছে। এই উৎসব চলবে, আগামী শনিবার পর্যন্ত। মন্দিরের সেবাইত প্রভুপাদ গৌর কৃপানন্দ গোস্বামী বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কীর্তনীয়ারা এই গুরু মহোৎসবে অংশগ্রহণ করেছেন। -নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা