বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

‘ডিজিটাল অ্যারেস্ট’, একমাসে ধৃত ১৩, বিভিন্ন রাজ্যে অভিযানে সাফল্য পুলিসের

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: এক ঢিলে দুই নয়, একাধিক পাখিকে মারতে সক্ষম হল রানাঘাট জেলা পুলিস। এবং তা নিয়ে তোলপাড় চলছে গোটা দেশেই। 
সাইবার প্রতারণায় সাম্প্রতিক সংযোজন ‘ডিজিটাল অ্যারেস্ট’। এই ধরণের একটি মামলার তদন্তে নেমে বিরাট প্রতারণের চক্রের হদিশ পেয়েছে রানাঘাট পুলিস। চারটি রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোট ১৩ জনকে। যা রানাঘাট পুলিসের সাইবার ক্রাইম বিভাগের সবচেয়ে বড় সাফল্য বলে মনে জেলার প্রশাসনিক মহল।  
ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত একটি প্রতারণা হয় কল্যাণীতে। এক অবস্থাপন্ন বয়স্ক ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় প্রায় ১ কোটি টাকা। ওই ব্যক্তি প্রথমে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর মামলাটি খতিয়ে দেখার ভার যায় রানাঘাট পুলিস জেলার সাইবার ক্রাইম থানায় হাতে। তারা তদন্ত শুরু করতেই ফাঁস হতে থাকে একের পর এক চাঞ্চল্যকর সূত্র। ঘটনার সঙ্গে যোগসূত্রের খোঁজ পায় মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, দিল্লির সহ একাধিক রাজ্যে। টানা প্রায় একমাস ওইসব রাজ্যে হানা দেয় রানাঘাট পুলিস জেলার সাইবার থানার একটি বিশেষ দল। আর তাতেই জালে ওঠে ১৩ জন সাইবার অপরাধী। 
পুলিস সূত্রের খবর, সাধারণত বয়স্ক এবং প্রযুক্তিগত দিক থেকে অপটু লোকজনকে ডিজিটাল অ্যারেস্ট করার টার্গেট নেয় সাইবার প্রতারকরা।  উড়ো ফোনে নিজেকে পুলিসের পদস্থ কর্তা অথবা কোনও বিচারক পরিচয় দিয়ে বিভিন্ন ভুয়ো কারণ দেখিয়ে ‘অ্যারেস্ট’ করা হয়। ভিডিও কলে দেখানো হয়, চেম্বারে বসে রয়েছে খাঁকি পোশাক পরিহিত এক পুলিশকর্তা। যাঁর কাঁধে জ্বলজ্বল করছে নির্দিষ্ট পদের ‘ইন্সিগনিয়া’। এরপর নানাভাবে ‘শিকার’কে ভয় দেখাতে শুরু করে। ভীত-সন্ত্রস্ত ব্যক্তি মুক্তির উপায় খোঁজে। তখনই তাঁকে মোটা টাকার বিনিময়ে জামিন বা ছাড়পত্র দেওয়ার দেওয়ার আশ্বাস দেয় প্রতারকরা। প্রাথমিকভাবে ‘অ্যারেস্ট’ হওয়া ব্যক্তি টাকা দিতে না চাইলে দীর্ঘক্ষণ ভিডিও কল করে আটকে রাখা হয়। ভুয়ো কিছু কাগজপত্র দেখিয়ে তাঁর বিশ্বাসও অর্জন করা হয়। একইভাবে কল্যাণীর ওই বৃদ্ধের কাছেও ফোন আসে এবং তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। তদন্ত এগোতেই স্পষ্ট হয়, প্রতারণার জাল প্রসারিত একাধিক রাজ্যেও। শুরু হয় রানাঘাট সাইবার ক্রাইম বিভাগের অভিযান। 
সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া একাধিক অভিযুক্তকে সোমবার সন্ধ্যায় রিমান্ডে গুজরাত  থেকে উড়িয়ে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই তদন্তের বাকি জট ছাড়াতে চাইছেন তদন্তকারীরা। দেশের আর কোন কোন প্রান্তে এই সাইবার অপরাধের জাল ছড়িয়ে রয়েছে, ধৃতরা আর কাকে কাকে একই কায়দায় ফাঁদে ফেলেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁদের সন্দেহ, কল্যাণীর ওই বাসিন্দা ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে এক কোটি টাকা খুইয়েছেন। আরও অনেকের সঙ্গে ধৃতরা এমন প্রতারণা করে থাকতে পারে। সেক্ষেত্রে প্রতারণার পরিমাণ বহুগুন বাড়তে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। রানাঘাট পুলিস জেলার এক পদস্থ কর্তা বলেন, কল্যাণীর ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তদন্ত অব্যাহত।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা