বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে প্রসূতির মৃত্যু? চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা মেদিনীপুর হাসপাতালে

সংবাদদাতা, মেদিনীপুর: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা। এবার অভিযোগে বিদ্ধ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে হাসপাতালে ছড়িয়েছে উত্তেজনা। অভিযোগ, প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। যার জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতির ও গুরুতর অসুস্থ কমপক্ষে ৭ জন।
দাবি করা হচ্ছে, বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিজার হওয়া একাধিক প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বিবেচনা করে ওই প্রসূতিদের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনেও দেওয়া হয় ৩ জনকে। শুক্রবার ভোরে তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয়।
জানা গিয়েছে, মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশীষ রুইদাস। দম্পতির বাড়ি গড়বেতা থানা এলাকায়। বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন মামণি রুইদাস। এর আগে তাঁর একটি কন্যা সন্তানও আছে।
এই প্রসূতির মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে ওই প্রসূতির এবং বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখতে কয়েকজন চিকিৎসকেরদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা