বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দমকল কেন্দ্র চালু, ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা, জঙ্গিপুর: দীর্ঘ প্রতীক্ষার পর জঙ্গিপুর শহরে চালু হল দমকল কেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এটির উদ্বোধন করেন। শহরের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশেই দমকল কেন্দ্রটি চালু হওয়ায় জঙ্গিপুর শহর ছাড়াও রঘুনাথগঞ্জ, সূতি, সাগরদিঘি ব্লক ও লালগোলার বাসিন্দারা উপকৃত হবেন। এদিন মুখ্যমন্ত্রী একই সঙ্গে ২৫টি ৫০০০ লিটারের মাউন্টেড পাম্প ফায়ার ইঞ্জিন ও ২৫টি ২৫০০ লিটারের মাঝারি মাপের অগ্নি নির্বাপক গাড়ির ভার্চুয়াল উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উমরপুরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, সংসদ সদস্য আবু তাদের খান। এছাড়াও ছিলেন, জঙ্গিপুরের এসডিও একাম জে সিং, পুলিস সুপার আনন্দ রায় সহ বিশিষ্টজনেরা।
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর উমরপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা সভাধিপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা সবসময় ভাবেন। জঙ্গিপুরে দমকলের ভীষণ প্রয়োজন ছিল। এদিন সেই প্রত্যাশা পূরণ হয়েছে।
এব্যাপারে জঙ্গিপুরের সাংসদ বলেন, এলাকাবাসীকে কথা দিয়েছিলাম জঙ্গিপুর দমকল কেন্দ্র হবে। গত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। দিদি এলাকাবাসীর কথা ভেবে সেই আবেদনে সাড়া দিয়েছেন। এতদিন ধুলিয়ান ও বহরমপুর দমকলের উপর আমাদের নির্ভর করতে হতো। দমকল কেন্দ্র গড়ে উঠলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।
আগে জঙ্গিপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রায় ৫০ কিলোমিটার দূরে ধুলিয়ান ও বহরমপুর থেকে দমকল আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। শহরের বহুতল থেকে আশপাশের এলাকায় বাড়িতে ছোটবড় অগ্নিকাণ্ড ঘটে। বিশেষ করে রঘুনাথগঞ্জে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন দোকানগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে থাকে। তাছাড়া, উমরপুরে বহু ছোটবড় প্লাস্টিকের কারখানা গড়ে উঠেছে। বছর কয়েক আগে জাতীয় সড়ক সংলগ্ন একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। দূর থেকে দমকলের গাড়ি আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তাই বিভিন্ন ভোটে এটাই হতো বিরোধীদের অন্যতম ইস্যু। বামফ্রন্ট সরকার দীর্ঘ ৩৪ বছরে সেই দাবি পূরণ করেনি। কিন্তু বর্তমান রাজ্য সরকার এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করল। জঙ্গিপুরের শহরের রাস্তা খুবই সংকীর্ণ। সেকথা মাথায় রেখে একটি বড় ও একটি মাঝারি ফায়ার ইঞ্জিন থাকছে। এছাড়াও অলিগলিতে দ্রুত পৌঁছতে একটি ফায়ার বাইকও থাকছে।  
রঘুনাথগঞ্জের ওমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া জমিতেই দমকল কেন্দ্র গড়ে উঠেছে। এরজন্য খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। 
( জঙ্গিপুরে দমকল কেন্দ্র। -নিজস্ব চিত্র)
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা