বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

চার কর্মাধ্যক্ষ অপসারিত, উড়ল সবুজ আবির

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পূর্তকর্মাধ্যক্ষের পদ থেকে অপসারিত হলেন নইমুল হক ওরফে রাঙা। তাঁর সঙ্গেই বৃহস্পতিবার আরও তিন কর্মাধ্যক্ষ অপসারিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন দলেরই সদস্যরা। এদিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সেইমতো অশান্তি এড়াতে আরামবাগ মহকুমা শাসকের অফিস চত্বরে ব্যাপক পুলিস মোতায়েন করা হয়। কিন্তু, ভোটাভুটির প্রয়োজন হয়নি। ওই চার কর্মাধ্যক্ষ সহ তাঁদের অনুগামীরা আসেননি। ফলে তাঁদের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়ে যায়। তারপরই এসডিও অফিসের বাইরে সবুজ আবির খেলা হয়। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 
তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় বলেন, পূর্তকর্মাধ্যক্ষ পদে অপসারণ দলীয় সিদ্ধান্ত মতোই হয়েছে। এদিন বাকি তিন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষও অপসারিত হয়েছে। দল ওই কর্মাধ্যক্ষদের ব্যাপারে ভবিষ্যতে চিন্তা করবে। 
খানাকুল-১ ব্লকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরেই চলছে। তৃণমূল সূত্রের খবর, নইমুলের সঙ্গে ব্লক সভাপতি দীপেন মাইতির ঠান্ডা লড়াই তীব্র আকার নেয়। যার প্রভাব খানাকুল-১ পঞ্চায়েত সমিতির কাজকর্মের উপর পড়ে। বিগত দিনে সেখানে মারামারির ঘটনাও ঘটে। রাঙা একইসঙ্গে সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ দু’টি পদে ছিলেন। দলের নির্দেশে আগেই তিনি সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন। পরে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়। একইসঙ্গে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শিক্ষা, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের বিরুদ্ধেও অনাস্থা আনা হয়। তার ভিত্তিতে এদিন মহকুমা শাসকের অফিসে ভোটাভুটিতে অংশ নিতে সদস্য ও কর্মাধ্যক্ষদের ডাকে প্রশাসন। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্তকর্মাধ্যক্ষ রাঙা সহ অন্যান্যরা হাজির হননি। যেসব সদস্য অনাস্থা এনেছিলেন তাঁরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তাই ভোটাভুটি হয়নি। অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। সংশ্লিষ্ট পদ থেকে কর্মাধ্যক্ষরা এদিনই অপসারিত হয়েছেন। এবার প্রশাসনিক প্রক্রিয়ায় নতুন কর্মাধ্যক্ষ মনোনয়ন হবে। এবিষয়ে নইমুল বলেন, কোনও মন্তব্য করব না। বাকি তিন কর্মাধ্যক্ষ বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে অনাস্থা আনা হয়েছে, তা ভিত্তিহীন। অনাস্থার বিষয়ে দলের অনুমোদন নেই বলে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। তারপরেও অনাস্থা পাশ হয়েছে। আমরা দলের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব।
খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে অনাস্থা হয়েছে। এমনকী সবুজ আবিরও খেলেছেন তৃণমূলের নেতা কর্মীরা। এই গোষ্ঠীকোন্দলের জেরে খানাকুলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছিলেন। তার জবাব আবার পাবে তৃণমূল। 
গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করে খানাকুল-১ ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি বলেন, বিজেপির কথার কোনও ভিত্তি নেই। দলের কর্মীরা কেউ কেউ আবেগে আবির খেলেছে। পঞ্চায়েত সমিতিতে উন্নয়নের কাজে কিছু সমস্যা হচ্ছিল। এবার তার সমাধান হল।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা