বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সিউড়ি উৎসব ঘিরে ব্যাপক উন্মাদনা

সংবাদদাতা, সিউড়ি:  নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরসভার উদ্যোগে শুরু হল দ্বিতীয় বর্ষের ‘সিউড়ি উৎসব’। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সিউড়ি ইরিগেশন কলোনি ময়দানে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায়, পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখ। সিউড়ি পুরসভা ও শহরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই উৎসব এবার বিশেষভাবে পালন করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, দুর্নিবার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নানারকম অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালকে পালনের সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ। তার শুরুটা ‘সিউড়ি উৎসবে’র সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হল। বুধবার শহরে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সিউড়ি উৎসবে প্রতিদিনই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই অনুষ্ঠান দেখতে নাগরিকদের ভিড় উপচে পড়ল। মেলা বসেছে। একদিকে চলছে সরকারি সবলা মেলা। অন্যদিকে চলছে সাধারণ মেলা। মেলাতেও ভালো ভিড় হচ্ছে। ফলে সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিছুটা অতিরিক্ত লাভের মুখ দেখছেন। 
এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘এই উৎসব দ্বিতীয় বর্ষে পা রাখল। শহরের মানুষ এই উৎসবের মধ্যে আনন্দ উপভোগ করুক। আমাদের সাংসদ ও বিধায়ক শহরের উন্নয়নের জন্য একচেটিয়া পরিশ্রম করছেন। আপনারাও আগামী দিনে তাঁদের একটু দেখবেন।’ উৎসব মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের এই বক্তব্য আগামী বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সিউড়ি পুরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর আমাদের সিউড়ি উৎসব দ্বিতীয় বছরে পা রাখল। তাই এবছরের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে। শহরের  সকল মানুষকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানাই। সিউড়ি পুরসভা সর্বদা আপনাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর। -নিজস্ব চিত্র
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা