বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

স্বামী বিবেকানন্দের মূর্তিতে কালি নবদ্বীপে, উত্তেজনা

সংবাদদাতা, মায়াপুর: স্বামী বিবেকানন্দ বিশ্ব-দরবারে ভারতের সংস্কৃতিকে তুলে ধরেছেন বারবার। আর আজ তাঁর প্রতিকৃতিই কালিমালিপ্ত! ঘটনাস্থল নবদ্বীপ পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত রাস্তার পাশের পার্ক। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি কালিমালিপ্ত অবস্থায় পরে রয়েছে আজ কয়েকদিন ধরেই। ‘কীর্তিমান’-এর খোঁজ নেই এখনও।
রেস্তোরাঁর মালিক স্থানীয় বাসিন্দা আলপনা সরকার বলেন, দেশের মনীষীরা আমাদের পথপ্রদর্শক। তাঁদের প্রতিকৃতিতে এভাবে কালি লাগানো কখনওই কাম্য নয়। এঁদের যদি আমরা সঠিক মর্যাদাই না দিতে পারি, তাহলে বরং তাঁদের মূর্তি না রাখাই ভালো। তাঁদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। 
স্বামী বিবেকানন্দের পূর্ণ প্রতিকৃতিটির ভাস্কর শিল্পী বাসুদেব পাল হতাশার সুরে বলেন, ক’দিন আগেই ঘটনাটি শুনলাম। কী আর বলব বলুন? শিল্পী হিসেবে কষ্ট তো হচ্ছেই। কয়েক বছর আগে পুরসভার সহায়তায় নিজ উদ্যোগে বেশ কিছু মনীষীর পূর্ণ ও আবক্ষ মূর্তি ওই পার্কে বসাই। আগে বছর বছর রঙ করা হত। মূর্তিগুলির দেখভাল করার দায়িত্ব পুরসভারই। ওই ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী দায় স্বীকার করে বলেন, পার্কটি পুরসভার অধীনে হলেও যেহেতু আমি এই ১৪ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর, তাই দায়িত্ব আমারই। বিষয়টি আমার নজর এড়িয়ে গিয়েছে। আমি ব্যাপারটি খেয়াল করিনি। খানিকটা ব্যর্থতাও হতে পারে। তবে যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে এটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। -নিজস্ব চিত্র
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা