বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দুই নেতার তরজায় মানকর পঞ্চায়েতে বন্ধ জল প্রকল্প

সংবাদদাতা, মানকর: গলসি-১ ব্লকের মানকর পঞ্চায়েতের মারো গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ জল জীবন মিশন প্রকল্পের কাজ। সোমবার গ্রামের বেশকিছু মানুষ গলসি-১ বিডিও অফিসে এসে বিডিওকে সমস্যার কথা জানান। দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিডিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় পানীয় জলের সমস্যার কথা মাথায় রেখে গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু আচমকা কাজ বন্ধ করে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, শাসকদলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না। দুই নেতার দু’টি পছন্দের জায়গা রয়েছে। সেখানেই প্রকল্পের কাজ করতে হবে বলে জটিলতা তৈরি হয়েছে। সেজন্য ১৫ দিন ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ায় ঠিকাদারও চলে যেতে চাইছেন। 
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। জল জীবন মিশনের অধীনে বাড়ি বাড়ি পানীয় জল পেলে সকলের সুবিধা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, সব মিলিয়ে প্রায় তিন হাজার মানুষ গ্রামে বাস করেন। বেশিরভাগই দিনমজুরি করে দিন গুজরান করেন। গ্রীষ্মকালে এলাকার অনেক টিউবওয়েলে জল ওঠে না। তখন খুবই সমস্যা হয়। গ্রামে প্রকল্পের কাজ এভাবে বন্ধ করে রাখা উচিৎ হচ্ছে না। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রকল্পের কর্মীরা বোরিং মেশিন সহ পাইপ নিয়ে চলে যেতে চাইছেন। আমরাই আটকে রেখেছি। একবার চলে গেলে এই প্রকল্প গ্রামে আর বাস্তবায়িত হবে না।      
বিজেপি নেতা কৌশিক কোনার বলেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে গ্রামীণ এলাকায় প্রতিটি ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্প শুরু করেছে। কিন্তু শাসক দলের নেতাদের জন্য কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। কোন নেতার জায়গায় এই কাজ হবে তাই নিয়েই দ্বন্দ্ব। আমরা বিডিওকে জানিয়েছি। তবে এই অভিযোগ অস্বীকার করে গলসি-১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, মারো গ্রামে দলে কোনও দ্বন্দ্ব নেই। সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট পদ্ধতিতে জমি চিহ্নিত করেছে। প্রকল্পের কাজ শুরু হবে। গলসি-১ বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, ওখানে জমি জটিলতা ছিল। তা মিটে গিয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে।-ফাইল চিত্র
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা