বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আরামবাগের বন্যার খুঁটিনাটি

বন্যার জলে মাছ ধরার হিড়িক: মাঠে দাঁড়িয়ে থাকা জলে মাছ ধরতে হিড়িক পড়ে যায় আরামবাগে। মঙ্গলবার আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায় জাল নিয়ে বহু মানুষ জড়ো হন মাছ ধরতে। দ্বারকেশ্বর নদের উপচে পড়া জল সোমবার রাজ্য সড়ক দিয়ে বয়ে যাচ্ছিল। এদিন রাস্তা অনেকটাই জেগেছে। তাই রাস্তার পাশে বিস্তীর্ণ মাঠে দাঁড়িয়ে থাকা জলে মাছ ধরতে ভিড় করে বহু মানুষ। অনেকে জাল নিয়ে মাছ ধরেন। জালে পড়ে নানা মাছ।
আসছে অতিরিক্ত এনডিআরএফ টিম: আরামবাগে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই আশঙ্কায় উদ্ধার কাজ চালানোর জন্য আরও একটি এনডিআরএফ টিম আসছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আরামবাগে দু’টি এনডিআরএফ টিম রয়েছে। তারা খানাকুলে উদ্ধার কাজে যুক্ত রয়েছে। পুরশুড়ায় উদ্ধার কাজের জন্য আরও টিম চাওয়া হয়েছে। 
নৌকার দাবি: আরামবাগ মহকুমায় বিভিন্ন জায়গা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে। নতুন করে খানাকুল, পুরশুড়ায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। ফলে অনেক জায়গাতেই বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। তাই বাসিন্দারা পর্যাপ্ত নৌকা, স্পিড বোটের দাবি জানাচ্ছেন। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
সেচদপ্তর নিয়ে ক্ষোভ চেয়ারম্যনের: আরামবাগ শহরের একাংশ দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে। রাস্তার উপর দিয়ে জল বয়ে যায়। মঙ্গলবার অবশ্য জল অনেকটাই কমে। তবে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর সেচদপ্তরের কাজকর্ম নিয়ে ক্ষোভ কমেনি। এদিন তিনি বলেন, নদীর বাঁধ সংলগ্ন ওয়ার্ডে যেসব স্লুইস গেট রয়েছে সেগুলির অধিকাংশ খোলা। তারজেরে নদীর জল শহরে ঢুকছে। সেচদপ্তরের এই ঘটনায় তৎপরতা নেওয়া প্রয়োজন। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, চেয়ারম্যান যা দেখেছেন, তা নিয়ে বলেছেন। তবে সেচদপ্তর কাজ করছে না এমনটা নয়। চেয়ারম্যান যা বলেছেন, সেই কাজটিও আমাদের করতে হবে।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা