বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগরের পিডব্লুডি নদীয়া ডিভিশনের হাউসিং ডিপার্টমেন্টে জাঁকজমকে পালিত বিশ্বকর্মা পুজো

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মঙ্গলবার জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকর্মা পুজো হল কৃষ্ণনগরের পিডব্লুডির নদীয়া ডিভিশন হাউসিং ডিপার্টমেন্টে। কর্মের দেবতার এই উৎসবকে কেন্দ্র করে ডিপার্টমেন্টের আট থেকে আশি সকলেই মেতে ওঠেন। কর্মচারীদের পাশাপাশি ঠিকাদাররাও শামিল হন এই পুজোয়। সকাল থেকে ঢাকের আওয়াজে গমগম করে অফিস চত্বর। রঙিন আলোয় বিল্ডিং রাঙিয়ে তোলা হয়। অফিসের কর্মচারীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবার অষ্টম বর্ষে পদার্পণ করল ডিপার্টমেন্টের বিশ্বকর্মা পুজো। চিপ ইঞ্জিনিয়ার হাউসিং ডিরেক্টেরটের অধীনে রয়েছে এই নদীয়া ডিভিশনের অফিস। জেলাশাসকের অফিস থেকে কিছুটা দূরে সার্কিট হাউস চত্বরেই রয়েছে এই অফিস। নদীয়া ছাড়া মুর্শিদাবাদ জেলার কাজও এই অফিস থেকে হয়। ডিভিশনের জন্মলগ্ন থেকে অর্থাৎ ২০১৭ সাল থেকে অত্যন্ত ধুমধাম করে এখানকার কর্মচারীরা বিশ্বকর্মা পুজো করে আসছেন। কর্মচারীদের দাবি, প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য ঘটনাপ্রবাহ সত্ত্বেও এবছর কর্মচারীবৃন্দ বিশ্বকর্মা পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন। আশ্বিনের শুরুতে এই পুজোর মধ্যে দিয়ে দেবী দুর্গার আগমনের বার্তা বহন করে আনে। এবার কুলো, থার্মোকল, বেলুন দিয়ে বাচ্চারা পুজোর মণ্ডপ তৈরি করে। তাই এবার ডিপার্টমেন্টের এই পুজোকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।  দপ্তরের কর্মী অপরেশ মোদক বলেন, প্রতি বছর আমাদের এখানে সাড়ম্বরে বিশ্বকর্মা পুজো হয়। এবছরও ব্যতিক্রম নয়। বাচ্চারা মণ্ডপ সাজিয়েছে। এটা আরও বেশি আনন্দের। এই দিনটিতে আমরা উৎসবের আনন্দে মেতে উঠি।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা