দক্ষিণবঙ্গ

কলমাপুখুরিয়া সর্বজনীনের পুজোয় এবার ষষ্ঠী থেকেই বিভিন্ন অনুষ্ঠান

সমীর মাহাত, ঝাড়গ্রাম: ওড়িশা ঘেঁষা প্রান্তিক নয়াগ্রাম এলাকার সেরা দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম কলমাপুখুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এখানকার পুজোর দিকে সবার নজর থাকে। এবার এই পুজো ৪৭ বছরে পা দিল। অন্যান্যবারের মতো এবারও প্রচুর দর্শনার্থী মণ্ডপ দর্শনে ভিড় জমাবেন বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। পুজো উপলক্ষ্যে ষষ্ঠী থেকেই থাকছে নানা অনুষ্ঠান। বাউল, ছৌনৃত্য, যাত্রানুষ্ঠান, অর্কেস্ট্রা ও খ্যাতনামা বিভিন্ন শিল্পীদের নানা অনুষ্ঠান থাকছে। নারী সুরক্ষা ও কচিকাঁচাদের মোবাইলের প্রতি আসক্তি নিয়ে সচেতনতা শিবিরও করা হবে। 
জানা গিয়েছে, ৪৭ বছর আগে এই গ্রামেরই রাধাশ্যাম সাহু, চিত্তরঞ্জন কুইলা, কালাচাঁদ ঘোষ, পতিতপাবন মহাপাত্র, মন্মথনাথ বেরা, দীননাথ ঘোষ, গঙ্গাধর মান্না সহ বেশ কয়েকজন শুভানুধ্যায়ীর উদ্যোগে এই পুজো শুরু হয়। এখানকার পুজো ক্রমেই এলাকার মানুষের মন জয় করে নেয়। পুজোর কটা দিন কলমাপুখুরিয়া হাইস্কুলের মাঠে জনপ্লাবন দেখা যায়। এবার এখানে প্রতিমা হচ্ছে সাবেকি। গোপীবল্লভপুরের বাকড়া গ্রামের শিল্পী প্রতিমা তৈরি করছেন। এবার পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। গত বছর সেরা পুজো হিসেবে ব্লকের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে এই পুজো। এবারও তাদের পুজো সকলের মন জয় করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।এবার পুজো উপলক্ষ্যে ষষ্ঠী থেকেই থাকছে অনুষ্ঠান। যা একাদশী পর্যন্ত চলবে। পুজো কমিটির সভাপতি সুমন সাহু ও ও সহ-সভাপতি তারাশঙ্কর দুয়ারী, সম্পাদক গৌরাঙ্গ মহাপাত্র ও সহ-সম্পাদক নরেন্দ্রনাথ বেরা, কোষাধ্যক্ষ শক্তিপদ সাহু ও সহ কোষাধ্যক্ষ স্বরূপ ঘোষ সহ গ্রামবাসীদের সম্মিলিত উদ্যোগে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। এবার এই পুজো কমিটি সরকারি অনুদানও পাচ্ছে।পুজো কমিটির সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমনবাবু বলেন, এবার আমরা থিমের আয়োজন করছি না। নারীরা নিজেদের সুরক্ষা কীভাবে নেবে, তা নিয়ে বিশেষ সচেতনতা শিবির হবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মোবাইল ফোনের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়ছে, তাতে আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতি নেমে আসবে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ভবিষ্যতে এই ক্ষতি কীভাবে এড়ানো সম্ভব, তা নিয়েও শিবির হবে। এছাড়াও থাকছে যাত্রাপালা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই পুজো কমিটি সহ অন্যান্য সকল পুজো কমিটির পাশে আর্থিক ও মানসিকভাবে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার তরফে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।-নিজস্ব চিত্র
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা