বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আউশগ্রাম, কাটোয়ার একাংশ প্লাবিত, বিঘার পর বিঘা ধানজমি জলের তলায়

সংবাদদাতা, কাটোয়া: বৃষ্টি ও ছাড়া জলে কাটোয়া ও আউশগ্রামে বহু এলাকা প্লাবিত হয়েছে। ধানজমি জলে ডুবে গিয়েছে। অজয়, কুনুর ছাপিয়ে প্লাবিত হয়ে গিয়েছে আউশগ্রামের বিভিন্ন এলাকা। গুসকরা শহরে একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে গিয়েছে। প্রায় ৩০০জন বাসিন্দাকে ত্রাণশিবিরে সরানো হয়েছে। গুসকরায় জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে। ধানজমি ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। তিনি বলেন, পর্যাপ্ত ত্রিপল বিলি করা হয়েছে। পুরো গুসকরা প্লাবিত হয়েছে। মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। 
কাটোয়া-১ ব্লকের আলমপুর অঞ্চল, করজগ্রাম ও সরগ্রাম অঞ্চলে বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়েছে। মঙ্গলকোটের সরুলিয়া, মাজিগ্রামেও একই অবস্থা। চাষিদের দাবি, তিনবার করে জমি রোয়া হল, তাতেও সব জলে চলে গেল। আলমপুর পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল হক বলেন, চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে। অর্জুনডিহি গ্রামের বাসিন্দা বকুল শেখ বলেন, আমার ২৩ কাঠা জমি জলে ডুবে গেল। খাইরুল মল্লিক, মহিরুদ্দিন শেখ বলেন, ঋণ নিয়ে চাষ করেছি। ধান না হলে কী করব জানি না। কেতুগ্রাম-২ ব্লকেরও একই অবস্থা। এখানে ভাগীরথীও বিপদসীমার উপর দিয়ে বইছে। রাতে আরও জল বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কাটোয়া-১ ব্লকের এডিএ আজমীর মণ্ডল বলেন, তিন-চারটি অঞ্চলে বেশি ক্ষতি হয়েছে। জল কখন নেমে যায় সেটা দেখতে হবে। আমরা ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করছি।
বৃষ্টির জেরে কুনুর নদীর জল বাড়ছে। ফলে গুসকরার-মোড়বাঁধ রাজ্য সড়কের উপর জল বইছে। আউশগ্রামের পঞ্চগঙ্গা এলাকায় রাস্তার উপর দিয়েও কুনুর নদীর জল বইছে। এদিন দুপুর নাগাদ ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি কুনুরের জল বাড়ায় আউশগ্রাম কালীদহ রাস্তাতেও যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন ওইসমস্ত এলাকার বাসিন্দারা। তাঁদেরকে এখন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। 
গুসকরা-নতুনহাট রাজ্য সড়কের সারঙ্গপুর, সরুলিয়া ও জালপাড়া এলাকায়ও কুনুরের জল ছাপিয়ে গিয়েছে। এর জেরে এদিন দুপুর থেকে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি জল ঢুকেছে ওইসমস্ত বসতি এলাকাতেও। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। কিছু মানুষ ইতিমধ্যেই উঁচু এলাকায় উঠে এসে আশ্রয় নিয়েছেন। তবে কুনুরের জল আরও বাড়লে গুসকরা-নতুনহাট রাজ্য সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গুসকরা শহরের ১,২, ৩, ৪, ১২ নম্বর ওয়ার্ড প্লাবিত হয়েছে। -নিজস্ব চিত্র
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা